Advertisment
Presenting Partner
Desktop GIF

দেশপ্রেমের নজির! ব্যারাকপুরে ১০০ ফুট উচ্চতার পতাকা উত্তোলন রাজের

তারকা বিধায়কের অভিনব কর্মসূচী দেখে চমকে গেলেন ব্যারাকপুরবাসীরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
TMC MLA Raj Chakraborty, Raj Chakraborty, Independence Day 2022, Raj Chakraborty Barrackpore, Bengali Celebs celebrates Independence Day, রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টলিউডের খবর, স্বাধীনতা দিবস, Indian Express Entertainment News, Bengali News today

ব্যারাকপুরে ১০০ ফুট উচ্চতার পতাকা উত্তোলন করলেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী

সদ্য 'ধর্মযুদ্ধ'তে দেশের সাম্প্রদায়িক হানাহানির নগ্ন রূপ ফুটিয়ে তুলেছেন রাজ চক্রবর্তী। যে দেশে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও আজও সেক্যুলারিজমের উর্দি চাপানো সমাজে ধর্মের নামে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ‘গিনিপিগ’ জনতা। রাজনৈতিক স্বার্থ-চরিতার্থকারীদের ফাঁদে যাতে পা না দেওয়ার বার্তা দিয়েই রাজের 'ধর্মযুদ্ধ'। এবার সেই তারকা বিধায়ক-ই স্বাধীনতা দিবসে দেশপ্রেমের নজির গড়লেন।

Advertisment

ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাজারো ব্যস্ততার মাঝেই সোমবার সকালে পৌঁছে গিয়েছেন নিজস্ব কেন্দ্রে। এলাকাবাসীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনও করতে দেখা গেল রাজকে। আর তারকা বিধায়কের এমন কর্মসূচীতেই চমকে গেলেন ব্যারাকপুরবাসীরা। কেন?

১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ চক্রবর্তী। শুধু তাই নয়, সেই বিশালাকার তেরঙ্গার মাপ শুনলেও অবাক হতে হয়! দৈর্ঘ্য-প্রস্থ মিলিয়ে ৩০x২০ ফিট। বিধায়কের এমন কাজে খুশি ব্যারাকপুরবাসীও। আম জনতার সেই উচ্ছ্বাস ধরা পড়ল রাজের প্রোফাইলেই। পতাকা উত্তোলনের ছবি-ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী।

<আরও পড়ুন: ‘বয়কট বলিউড’ ট্রেন্ডের মাঝেই মোদির ডাকে সাড়া আমির, শাহরুখ, অক্ষয়দের, ওড়ালেন তিরঙ্গা>

বিধায়কের পরনে সাদা পাঞ্জাবী-পাজামা। গাঁদাফুলের মালায় সাজানো উঁচু স্তম্ভের ওপরে ওই ১০০ ফুটের তেরঙ্গা স্বমহিমায় উড়ছে। সামনেই কপালে হাত ঠেকিয়ে স্যালুট তারকা বিধায়কের। এহেন বিশালমাপ ও উচ্চতার জাতীয় পতাকা দেখে উচ্ছ্বসিত জনতারাও। রাজের মন্তব্য, "আরও উর্ধ্বে উড়ুক মুক্তির নিশান। জয় হিন্দ।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news tollywood Raj Chakraborty Entertainment News Barrackpore Independence Day 2022
Advertisment