সদ্য 'ধর্মযুদ্ধ'তে দেশের সাম্প্রদায়িক হানাহানির নগ্ন রূপ ফুটিয়ে তুলেছেন রাজ চক্রবর্তী। যে দেশে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও আজও সেক্যুলারিজমের উর্দি চাপানো সমাজে ধর্মের নামে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ‘গিনিপিগ’ জনতা। রাজনৈতিক স্বার্থ-চরিতার্থকারীদের ফাঁদে যাতে পা না দেওয়ার বার্তা দিয়েই রাজের 'ধর্মযুদ্ধ'। এবার সেই তারকা বিধায়ক-ই স্বাধীনতা দিবসে দেশপ্রেমের নজির গড়লেন।
Advertisment
ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হাজারো ব্যস্ততার মাঝেই সোমবার সকালে পৌঁছে গিয়েছেন নিজস্ব কেন্দ্রে। এলাকাবাসীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনও করতে দেখা গেল রাজকে। আর তারকা বিধায়কের এমন কর্মসূচীতেই চমকে গেলেন ব্যারাকপুরবাসীরা। কেন?
১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ চক্রবর্তী। শুধু তাই নয়, সেই বিশালাকার তেরঙ্গার মাপ শুনলেও অবাক হতে হয়! দৈর্ঘ্য-প্রস্থ মিলিয়ে ৩০x২০ ফিট। বিধায়কের এমন কাজে খুশি ব্যারাকপুরবাসীও। আম জনতার সেই উচ্ছ্বাস ধরা পড়ল রাজের প্রোফাইলেই। পতাকা উত্তোলনের ছবি-ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী।