গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। রবিবার রাত ৯.৩০টা নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হলে বাইপাসের একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রের খবর, এখন অনেকটা ভাল আছেন অভিনেত্রী। আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’-এর অভিযোগ দায়ের করার পরই ভর্তি করা হয় অভিনেত্রীকে। তবে নুসরতের পরিবারের পক্ষ থেকে অভিষেক মজুমদার বলেন, ''এখন ভাল আছেন নুসরত। সোমাবার বিকেলেই ছেড়ে দেওয়া হবে অভিনেত্রী-সাংসদকে''।
আরও পড়ুন, ভাল আছেন নুসরত জাহান, ছুটি দিল হাসপাতাল
চিকিৎসক সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম দেখছে তাঁকে। প্রাথমিকভাবে চিকিৎসায় জানা গিয়েছে, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়েছিল তাঁর। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় বসিরহাটের সাংসদকে।
রবিবার নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন উপলক্ষে সন্ধ্যেবেলা পার্টিও দিয়েছিলেন তারা। সোশাল মিডিয়ায় কিছু ছবিও পোস্ট করেন নুসরত। রাতেই হাসাপাতালে তাঁকে দেখতে যান তৃণমূলের শীর্ষস্থানীয়রা।