Nusrat Jahan-Agnimitra Paul: মা হতে চলেছেন ঠিকই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কেরও অন্ত নেই। কিন্তু শত শোরগোলের মাঝেও রাজনৈতিক ময়দানে কড়া নজর সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। এবার তোপ দাগলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) উদ্দেশে।
রাজ্যের নারীসুরক্ষা নিয়ে অগ্নিমিত্রা পাল একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তাঁর তীব্র শ্লেষ, "একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার নারীসুরক্ষার প্রতি নজর নেই তাঁর। ধর্ষিতাদের পরিবারের হাতে টাকা তুলে দিয়েই ক্ষান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়।" দলনেত্রীর প্রতি এমন আক্রমণ ভুলে যাননি তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। অতঃপর তৃণমূল সুপ্রিমোর হয়ে এবার ব্য়াটন ধরলেন নুসরত। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ব্যর্থ নারীসুরক্ষা নিয়ে তোপ দাগলেন গেরুয়া শিবিরের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে।
<আরও পড়ুন: ‘দেশ কা বেটা…’ অরিজিতের কনসার্টের টাকা এবার যাচ্ছে গ্রামের হাসপাতালে>
সম্প্রতি, উত্তরপ্রদেশে এক নাবালিকার গনধর্ষণের খবর প্রকাশ্যে এসেছে। বরেলিতে ছয় যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নাবালিকাকে ধর্ষণ করার। সেই প্রেক্ষিতেই অগ্নিমিত্রার উদ্দেশে ঝাঁজালো মন্তব্য সাংসদ-অভিনেত্রীর। "অতিমারী মোকাবিলায় ব্যর্থতার মাঝেই উত্তরপ্রদেশের নারীসুরক্ষা শিঁকেয় উঠেছে! এবার কেন অগ্নিমিত্রা পাল কোনও মন্তব্য করছেন না? আপনি কি শুধু নারীদের সুরক্ষা নিয়ে রাজনীতি করতেই জানেন?" কড়া প্রশ্নবাণ ছুঁড়েছেন নুসরত জাহান। যোগীরাজ্যে অবশ্য একাধিকবার নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তখনও প্রতিবাদ করেছিলেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন