ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি ঘাটালে। ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাই জলমগ্ন। এমতাবস্থায় করুণ পরিস্থিতির শিকার ঘাটালবাসীও। কিন্তু নিজস্ব সংসদীয় এলাকার পরিস্থিতি সামাল দিতে তৎপর দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তাও দিয়েছেন সাংসদ-অভিনেতা।
Advertisment
ইতিমধ্যেই ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকায় নিজের টিমের লোকজনদের পাঠিয়েছেন দেব। কলকাতায় বসেই প্রত্যেক মুহূর্তে খোঁজ রাখছেন এলাকার বন্যা পরিস্থিতির। পাশাপাশি বর্তমানে যে ঘাটালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সেকথাও জানালেন সাংসদ-অভিনেতা।
দেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, "ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মনসুকা এবং ঘাটাল পৌরসভার ১,২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার প্রতিনিধিরা ওখানে রয়েছে এবং আমিও পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রশাসনের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের অনুকূলে আছে। অযথা আতঙ্কিত হবেন না, সকলে সুস্থ ও সুরক্ষিত থাকুন।"