Advertisment
Presenting Partner
Desktop GIF

Dev: নৌকায় চেপে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন দেব, দেখুন ভিডিও

নিজস্ব সংসদীয় এলাকার পরিস্থিতি সামাল দিতে তৎপর তৃণমূলের তারকা-সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MP Dev, Ghatal Flood

ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে সাংসদ দেব

TMC MP Dev at Ghatal: ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগেই সতর্কবাণী দিয়েছিলেন সাংসদ দীপক অধিকারি ওরফে দেব (Dev)। ভারী বৃষ্টির ফলে সংশ্লিষ্ট এলাকার অনেক জায়গাই জলমগ্ন ছিল, উপরন্তু জলের তোড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু গৃহস্থের ঘর-বাড়ি। করুণ পরিস্থিতির শিকার ঘাটালবাসী। কিন্তু নিজস্ব সংসদীয় এলাকার পরিস্থিতি সামাল দিতে তৎপর সাংসদ দেব। মঙ্গলবার দুপুরে ঘাটালের (Ghatal) বন্যা পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে গেলেন নিজেই।

Advertisment

প্রসঙ্গত দিন কয়েক আগেই, ঘাটালবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিলেন সাংসদ-অভিনেতা। সেই সময়েই জানিয়েছিলেন যে, ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকায় নিজের টিমের লোকজনদের পাঠিয়েছেন সাংসদ। কলকাতায় বসেই প্রতিমুহূর্তে খবর রাখছিলেন বন্যা পরিস্থিতির। সেই সতর্কবাণীর দিন চারেকের মধ্যেই তৃণমূলের (TMC) তারকা-সাংসদ খোদ পৌঁছে গেলেন ঘাটালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোডও করেছেন তিনি। ওই ভিডিওতেই দেবকে দেখা গেল নৌকো করে ঘাটালের বন্যা ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছতে। তারকা সাংসদকে দেখতেও অবশ্য অনেকেই ভিড় জমিয়েছিলেন এদিন।

<আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের মানুষদের টিকার বন্দোবস্ত করলেন Mimi Chakraborty, ওদের সঙ্গেই নিলেন প্রথম ডোজ>

উল্লেখ্য, দিন চারেক আগেই দেব জানিয়েছিলেন যে, ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মনসুকা এবং ঘাটাল পৌরসভার ১,২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সাংসদের প্রতিনিধিরা ওখানে রয়েছেন। পাশাপাশি ঘাটালবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Dev West Bengal Bengali News Ghatal Ghatal Flood
Advertisment