scorecardresearch

‘অঙ্কুশ কপি-ক্যাট’, দেবের সিনেমা টুকলি করে..!’, ভয়ঙ্কর অভিযোগ

‘লাভ ম্যারেজ’ ট্রেলার রিলিজ করতেই যত্ত গ্যাঁড়াকল’।

Ankush Hazra, Love Marriage, Oindrila Sen, Ankush Oindrila, Dev, Dev Mithun, Prajapati, Prajapati film, Dev Ankush, Ranjit Mallick, Mithun Chakraborty, অঙ্কুশ হাজরা, দেব, লাভ ম্যারেজ, প্রজাপতি, অঙ্কুশ ঐন্দ্রিলা, রঞ্জিত মল্লিক, দেব মিঠুন, দেব অঙ্কুশ, টলিউড সিনেমা, টলিউডের খবর, বাংলা সিনেমা
দেবের সিনেমা 'প্রজাপতি'র সঙ্গে নেটপাড়া মিল খুঁজে পেল অঙ্কুশের 'লাভ ম্যারেজ'-এর

সম্পর্ক কিংবা বিভিন্ন আঙ্গিকে সম্পর্কের রসায়ন নিয়ে টলিপাড়ায় সিনেমার ভুরিভুরি উদাহরণ। কন্টেন্ট-ই আসল কিং..- একথায় পরিচালক-প্রযোজকরা এককথায় বিশ্বাসী হলেও একই রান্না বিভিন্ন মশলা সহযোগে ঘুরিয়ে-ফিরিয়ে পরিবেশন করার উদাহরণের কথা বারবার বলে এসেছেন দর্শকরা। এবার সেই সিনে-দর্শকরাই অঙ্কুশের সিনেমার ট্রেলার দেখে দেবের (Dev) ছবির সঙ্গে মিল খুঁজে পেলেন। শুধু তাই নয়, অঙ্কুশের (Ankush Hazra) বিরুদ্ধে দেবের সিনেমার কপি করার অভিযোগও তুলেছেন একাংশ।

অঙ্কুশ ঐন্দ্রিলাকে নিয়ে বহু চর্চার মাঝে মঙ্গলবারই মুক্তি পেয়েছে ‘লাভ ম্যারেজ’-এর ট্রেলার। যেখানে মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের সমীকরণের পাশাপাশি এক দুষ্টু-মিষ্টি লাভস্টোরিও দেখানো হয়েছে। আর তার সঙ্গেই দেব-মিঠুনের ‘প্রজাপতি’র উদাহরণ টানল নেটপাড়া।

উল্লেখ্য, রঞ্জিত মল্লিককে এই সিনেমায় দেখা যাবে অঙ্কুশের বাবার ভূমিকায়। যিনি ছেলের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন। ঠিক যেমনটা ‘প্রজাপতি’তে বাবার ভূমিকায় অভিনয় করা মিঠুন চক্রবর্তী হয়েছিলেন। তিনিও ছেলের বিয়ে দিতে গিয়ে পুরনো বান্ধবী মমতাশঙ্করের প্রেমে পড়েছিলেন। মিঠুনের চরিত্রের সঙ্গেই এবার রঞ্জিত মল্লিককে মিলিয়ে দিল নেটপাড়া! কারণ, অঙ্কুশের ‘লাভ ম্যারেজ’-এর গল্পে বাবা রঞ্জিত মল্লিক তাঁরই প্রেমিকা ঐন্দ্রিলার মায়ের প্রেমে পড়েন। ট্রেলারে অন্তত এমনটাই দেখানো হয়েছে। আর তা দেখেই নেটপাড়ায় হইচই শুরু!

তবে ‘লাভ ম্যারেজ’-এর গল্পে একটা অন্য টুইস্ট রয়েছে। গল্পের কাঠামোতে খানিক মিল থাকলেও চরিত্ররা আলাদা, তাঁদের ক্রাইসিস ভিন্ন.. সেই গল্প সিনেমাহলের জন্যই তোলা থাক। আগামী ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘লাভ ম্যারেজ’। তবে তার আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শক নেটিজেনদের একাংশ অঙ্কুশের বিরুদ্ধে দেবের সিনেমা নকল করার মারাত্মক অভিযোগ তুললেন।

[আরও পড়ুন: ‘আমার মাথায় রামদেবের..’, ‘বিনোদিনী’ রুক্মিণীকে নিয়ে ফের লঙ্কা-কাণ্ড ‘GK দিদি’ শ্রীলেখার]

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রিলিজ করেছিল দেব-মিঠুনের ‘প্রজাপতি’। যে সিনেমা বঙ্গরাজনীতির চর্চার অঙ্গ হয়ে উঠলেও ১০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে। পাঠান জ্বরেও কাবু হয়নি! এবার সেই ছবির সঙ্গে অঙ্কুশের আগামী সিনেমার তুলনা টানল নেটপাড়া।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood actor ankush hazra do copy from devs film claimed netizen