scorecardresearch

প্রেম করছেন ঋত্বিক-পাওলি! সাক্ষী ‘পাহাড়গঞ্জ হল্ট’, প্রেমদিবসে নতুন খবর টলিপাড়ায়

‘ঘটক’ ইন্ডাস্ট্রিরই এক পরিচালক।

Ritwick Chakraborty, Paoli Dam, Paharganj Halt, Tollywood, Ritwick Paoli, Bengali actors, Bengali cinema, ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, ঋত্বিক পাওলি, টলিউডের খবর, পাহাড়গঞ্জে হল্ট, বাংলা সিনেমা, টলিপাড়ার খবর, বিনোদনের খবর
প্রেমদিবসে 'পাহাড়গঞ্জে হল্ট' ঋত্বিক-পাওলির

টলিপাড়ায় নিত্যদিন নতুন খবর। দিন দুয়েক আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের ভাঙন নিয়ে চর্চা ছিল তুঙ্গে! কারণ, অভিনেতা ঢাক পিটিয়ে ঘোষণা করেই দিয়েছেন যে, ‘বিয়েটা হচ্ছে না..!’ যদিও সেই ধাঁধা ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সকলে। এসবের মাঝেই আবার প্রেমদিবসে টলিউডে নতুন খবর- ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দামের প্রেমকাহিনী। তাও আবার ‘পাহাড়গঞ্জে হল্ট’ দিয়েছেন দুই তারকা। যার ঘটক ইন্ডাস্ট্রিরই এক মহিলা পরিচালক।

সত্যিই কি প্রেম করছেন ঋত্বিক-পাওলি? তাহলে খোলসা করেই বলা যাক। এই প্রেমের মাখোমাখো রসায়ন রিয়েল লাইফে নয়, বরং রিলে। যিনি পর্দার জন্য এই সম্পর্কে অনুঘটকের কাজ করেছেন তিনি পৃথা চক্রবর্তী। ‘মুখার্জি দার বউ’ খ্যাত পরিচালক। তিনিই ঋত্বিক-পাওলির পর্দার প্রেমকাহিনী বুনেছেন। সিনেমার নাম প্রথমেই ঈঙ্গিত দেওয়া- ‘পাহাড়গঞ্জ হল্ট’। ভ্যালেন্টাইনস ডে-তেই এই নতুন সিনেমার খবর এল।

তা ছবির গল্প কীরকম? তথাকথিত রগরগে প্রেমের ছবি ঠিক নয়। তবে এক অন্যরকম ভালবাসার গল্প বলবে ‘পাহাড়গঞ্জ হল্ট’। শোনাবে নিজেকে ভালবাসার গল্প। প্রসঙ্গত এর আগেও ঋত্বিক-পাওলি জুটি ধরা দিয়েছে ক্যামেরার সামনে। তবে এবারের গল্পকেই বাজিমাতের ইউএসপি বলে ধরছেন অভিনেতা।

[আরও পড়ুন: টিকল না ঐন্দ্রিলার সঙ্গে ১২ বছরের প্রেম! শ্রাবন্তীকে-ই বিয়ে করতে চান অঙ্কুশ]

ঋত্বিক চক্রবর্তীর কথায়,”একজন পুরুষ ও নারীর মধ্যে প্রেম নিয়ে আমরা সবসময়েই চিত্রনাট্য পাই। কিন্তু এই ছবিতে প্রেমটাকে একটা অন্য আঙ্গিকে ধরা হচ্ছে।” আর অভিনেত্রীর পাওলি বললেন, “ব্যস্তজীবনে আমরা নিজেকে ভালবাসার জন্য সময় কেউ বের করতে পারি না। সেখানে এই সিনেমায় সেলফ লাভের বার্তা দেওয়া হয়েছে।”

ঋত্বিক-পাওলি ছাড়াও পৃথার ‘পাহাড়গঞ্জ হল্ট’ ছবিতে দেখা যাবে টলিউডের একঝাঁক দক্ষ অভিনেতাকে। তালিকায় শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো নাম রয়েছে। মার্চ মাসে কলকাতার অলি-গলির পাশাপাশি বীরভূমেও শুটিং হবে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood actor ritwick chakraborty paoli dam to reunite in paharganj halt