১৪ বছর পর খরা কেটেছে। ভারতে এবার জোড়া অস্কার। ডবল ধামাকায় দেশজুড়ে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। খোদ প্রধানমন্ত্রী মোদিও যেখানে গোটা RRR টিমকে শুভেচ্ছা জানিয়েছেন এমন সাফল্যের জন্য, সেখানে 'নাটু নাটু'র অস্কার-জয় নিয়ে দ্বিখণ্ডিত নেটপাড়া। একপক্ষ গর্বে বুক ফুলিয়ে নেটপাড়া সরগরম করলেও আরেকপক্ষ সন্দিহান হয়ে পক্ষ প্রশ্ন তুলেছে যে, এর আগে কি ভারতীয় সিনেমায় এর থেকে ভাল কাজ হয়নি? এবার সেই চর্চা-যজ্ঞেই ধুনো দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।
Advertisment
প্রসঙ্গত, এই প্রথম কোনও ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি অস্কার পেল। এর আগে 'স্লামডগ মিলিয়নিয়র'-এর জন্য এআর রহমান, রসুল পুকুট্টির হাতে অস্কার এলেও ভারতীয় সিনেমার কাছে তা অধরাই রয়ে গিয়েছিল। তবে স্বপ্নপূরণ করে দেখাল রাজামৌলির RRR-এর 'নাটু নাটু'। সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল এই গান। নিঃসন্দেহে বড় পাওনা। গোটা দেশের সংস্কৃতি ও সিনেপ্রেমীরা যেখানে ভারতীয় সিনেমার এই গগনচুম্বী সাফল্যে খুশিতে উন্মত্ত, সেখানে নাটু নাটু'র অস্কারজয় নিয়ে বিস্ফোরক অনন্যা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীর উপলব্ধি, 'নাটু নাটু' নিয়ে এত গর্ববোধ করার কী আছে? অনন্যার সংযোজন, "আমি সত্যই বুঝতে পারছি না যে, সবাই কেন এত গর্ববোধ করছেন? আমরা কোন দিশায় যাচ্ছি? সবাই চুপ করে আছেন কেন? আমাদের দেশের এত কাজের সংগ্রহশালায় কি এই নাটু নাটু-ই একমাত্র সেরা? ভীষণ ক্ষোভ জাগে!!"
প্রসঙ্গত সোমবার গভীর রাতে ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দেন আবহমান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। 'নাটু নাটু'র শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি। যার জেরে একপক্ষ তাঁর কথায় সায় দিলেও নেটপাড়ার একাংশ কিন্তু কটু কথা শোনাতে ছাড়লেন না অনন্যাকে।