/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/aparajita.jpg)
দীর্ঘ ২৫ বছর পর চুলের সঙ্গে বিচ্ছেদ অপরাজিতা আঢ্যর!
একঢাল চুল। রাশভারী চেহারা। ভারা গালে মিষ্টি হাসি। ইন্ডাস্ট্রির 'অপাদি'কে সকলে এভাবেই চেনেন। অভিনেত্রীর চুলের প্রশংসা সর্বত্র। কিন্তু সেকী! অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) সেই লম্বা কেশরাজি এখন অতীত! নায়িকার সোশ্যাল মিডিয়া তো তেমনটাই বলছে। ২৫ বছর পর একঢাল চুলে কাঁচি চালিয়ে দিলেন অপরাজিতা। কিন্তু কী এমন ঘটল যার জন্যে অভিনেত্রীর এমন সিদ্ধান্ত?
অপরাজিতা জানিয়েছেন, আসলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই চুলের সমস্যায় জেরবার তিনি। প্রচণ্ড চুল উঠছিল। তবে নয়া চুলও যে গজাচ্ছিল না এমনটা নয়! সেগুলো বাড়তে সময় লাগবে। আগেরটার সঙ্গে তাই মিল খাচ্ছিল না। তাই চুলের দৈর্ঘ্যের এমন রফা দফা হতেই অপরাজিতা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে চুল কেটে ফেলবেন। কর্তার ইচ্ছেয় কর্ম। স্যাঁলোতে গিয়ে চুলে সোজা কাঁচি চালিয়ে দিলেন। প্রথমটায় খানিক মন কেমন করলেও এখন মানিয়ে নিয়েছেন। অপরাজিতার দৃঢ় বিশ্বাস, তাঁর চুল খুব শিগগিরিই বড় হয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা আঢ্য। এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বটে, তবে চুলের সমস্যা খুব ভোগাচ্ছিল। যার জেরে শেষমেশ চুলটাই কেটে ফেললেন টলিউড অভিনেত্রী।
<আরও পড়ুন: অমিতাভের অটোগ্রাফ নিতে গিয়ে অভিষেক-শ্বেতা পথ আটকান জ্যাকির, বেনজির ঘটনা প্রকাশ্যে>
তা নয়া হেয়ারস্টাইলে কেমন লাগছে অভিনেত্রীকে? ছোট চুলে নতুন লুকে নিজেই ধরা দিয়েছেন ইনস্টাগ্রামে। কাঁধ অবধি ঢেউ খেলানো চুল। হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্যকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন