/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/madhumita-759.jpg)
মধুমিতা সরকার। ফোটো- ইনস্টাগ্রাম
বরাবরই ঘুরতে ভালবাসের অভিনেত্রী মধুমিতা সরকার। সুযোগ পেলেই একা একা বেরিয়ে পড়েন এখানে সেখানে। কখনও দেশ তো কখনও দেশের বাইরে, তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার ছবি দেখা যায়। ছোটপর্দায় তিনি জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি বড়পর্দায়তেও দর্শকমন জয় করেছেন মধুমিতা। প্রতিম ডি গুপ্তর পরিচালনায় মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি 'লাভ আজ কাল পরশু'।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় একা ভ্রমনে গিয়েছিলেন মধুমিতা। চুটিয়ে উপভোগ করেছেন তিনি। এদিন নিজে শেয়ার করলেন অস্ট্রেলিয়ার স্কাইডাইভিং-এর ভিডিও। বাঞ্জি জাম্পিংও করেছেন তিনি। ভিডিও শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল সোশাল মিডিয়ায়। নতুন নতুন অ্যাডভেঞ্চার মধুমিতার পছন্দের কাজ।
View this post on InstagramFinally I can tell how it’s like to feel the FALL #goldcoastskydive #throwback #australia
A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on
আরও পড়ুন, স্টার জলসা-তেও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক! এবার লড়াই দুই চ্যানেলে
পনেরো হাজার ফুট থেকে ঝাঁপ দিলেন মধুমিতা। সে অভিজ্ঞতাটাই সম্পূর্ণ আলাদা। কিছু মাস আগেই স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। দুজনেই নিজেদের জীবনে এগিয়ে চলেছেন। বিচ্ছেদের পরেই বড়পর্দায় অর্জুন চক্রবর্তীর বিপরীতে ডেবিউ করলেন মধুমিতা। সৌরভও ব্যস্ত, তাঁর ওয়েব সিরিজের পরিচালনা নিয়ে।
টলিউডের ছক ভাঙার ট্রেন্ডে নয়া সংযোজন অর্জুন-মধুমিতা। প্রতিটা ভালবাসার কাহিনির মতো এখানেও দুটো মানুষ প্রেমে পড়ে, পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনে অনেক টুইস্ট থাকবে এই ছবিতে।টেলিভিশনে যশের বিপরীতে মধুমিতার স্ক্রিন প্রেজেন্স বিশেষ পছন্দ ছিল বাংলার দর্শকের। বড়পর্দাতেই অন্যথা হয়নি। ছবি মিশ্র প্রতিক্রিয়া পেলেও মধুমিতার অভিনয় বহুল প্রশংসা করেছেন ভক্তরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন