Prity Biswas-Daughter: ইন্ডাস্ট্রিতে থাকলে নানা কটু কথার মধ্যেই দিন যায় তারকাদের। কিন্তু তাই বলে এত? চারিদিকে এতটাই ঘেন্না এবং বিদ্বেষ বেড়ে গিয়েছে যে একরত্তি মেয়েটাও সমলোচনা থেকে রেহাই পাচ্ছে না? প্রীতি এবং রাহুলের কয়েকমাসের মেয়েটাকে নিয়েও এত সমস্যা।
ছোট্ট বাচ্চাদের সকলের স্বভাব একরকম হয় না। কেউ একটু বেশি হাসে, আবার কেউ একদমই না। কিন্তু, এটুকু একটা ছোট্ট মানুষকে নিয়েও যে প্রচুর মানুষের সমস্যা হবে, এও ভাবা যায় না। তাই তো প্রীতি সমাজ মাধ্যমে একটি ভিডিও করেই নিজের ক্ষোভ উগড়ে দিলেন। তাঁর সন্তানকে নিয়ে কেন এধরনের কথা হবে, সেই নিয়েই প্রশ্ন করেছেন তিনি। সব বাচ্চা যে এক না সেই নিয়েও বলেছেন তিনি।
আরও পড়ুন - Amaal Malik: 'আমাকে লুটে ফকির বানিয়ে...', সর্বস্ব খুইয়ে ভাই আরমান এব…
তাহলে কি এহেন সব সমস্যা থেকে কটূক্তি থেকে দূরে রাখতেই এখন তারকারা দাঁদের সন্তানের মুখ দেখান না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। সমাজ মাধ্যমে একরত্তির আচরণ দেখে অনেকেই বেশ কিছু খারাপ মন্তব্য করেছেন। প্রীতি যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে ঠাকুমার সঙ্গে শুয়ে শুয়ে দিব্যি হাসছে সে। আর সেখানে প্রীতি বলছেন...
"এই আমার আয়রা হাসছে, আর খেলছে। আসলে বাচ্চারা না আমাদের মতো না। ওরা যখন খুশি তখন হাসে না। ওরা ওদের মর্জিতে চলে। কিন্তু আমি এই কথাটা কেন বলছি? কারণ একটা ছোট্ট ভিডিও দেখে যে বা যারা বলে যে আমার বাচ্চাটা হাসে না, বা ওকে কখনও হাসতেই দেখলাম না, এটা তাঁদের জন্য। আমার লজ্জা করে তাঁদের জন্য।"
মা হিসেবে প্রীতি ঘটনায় বেশ আঘাত পেয়েছেন। এমনিতে পুঁচকে আয়রা খুব সিরিয়াস। কিন্ত তাই বলে তাঁকে নিয়ে এহেন কথা বলা হবে এটা নিশ্চয়ই নয়। অভিনেত্রী আরও বলছেন, আপনাদের মানসিকতা বদলান দয়া করে। এদিকে অনেকেই তাঁকে সঙ্গ দিয়েছেন। কেউ বলেছেন অন্যের কথায় কান দেবেন না। আবার কেউ বলছেন, নিজের সন্তানকে ওর মতো করে বেড়ে উঠতে দেওয়াই ভাল।