Tollywood: গুনে শেষ করা যাবে না প্রাক্তনদের সংখ্যা, বিয়ের আগে চিরুনি তল্লাশি চালানোর প্ল্যানিং সৃজলার?

Tollywood actress news: একাধিকবার প্রেমে পড়েছেন! তাই বিয়ের গল্প অতীত, কেন বললেন অভিনেত্রী..

Tollywood actress news: একাধিকবার প্রেমে পড়েছেন! তাই বিয়ের গল্প অতীত, কেন বললেন অভিনেত্রী..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijla guha, srijla guha news, srijla guha update, tollywood news, tollywood update, tolly news, srijla guha dadur kirti,

Srijla Guha: বিয়ে নিয়ে কী বললেন অভিনেত্রী?

Srilja Guha-Chandreyi Ghosh: এত প্রেমে পড়েন যে বিয়ে করবেন না। কতগুলো প্রাক্তন আছে সেটাও গুনে বলতে পারবেন না? অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ এবং অভিনেত্রী সৃজলা গুহ বিয়ে নিয়ে যা বললেন...

Advertisment

দুজনে একসঙ্গে কাজ করেছেন দাদুর কীর্তিতে। সেখানে, এক সুন্দর বন্ডিং তৈরি হয়েছে তাঁদের মধ্যে। এবার, নিজেদের সম্পর্ক এবং বিয়ে নিয়েই মুখ খুলেছেন তাঁরা। একেই, এতবছর ইন্ডাস্ট্রিতে। কিন্তু, বিয়ে নিয়ে চান্দ্রেয়ীর মতামত আসলে ঠিক কী, বা প্ল্যানিং কী সেটা জানা যায়নি। এবার তিনি বললেন...

অভিনেত্রী সোজা সাপটা বললেন, "আমি তো বিয়ে করবো না। কারণ, একটাই! আমি অনেকবার প্রেমে পড়ি। আমার যে কতগুলো প্রাক্তন, আমি গুনে শেষ করতে পারব না।" এটুকু বলেই হেসে ফেলেন তিনি। অন্যদিকে সৃজলা? বিয়ে নিয়ে তাঁর কী মতামত! অভিনেত্রী এর আগে রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর, তাঁকে আর সম্পর্কে জড়াতে দেখা যায়নি। কিন্তু, বিয়ের কথা উঠতেই তিনি প্রকাশ্যে বললেন...

Advertisment

আরও পড়ুন - Rohan-Angana: ‘তোমার সঙ্গেই উড়তে চাই..’, সৃজলার চ্যাপ্টার অতীত! ফের একবার প্রেমে পড়লেন রোহন?

"বিয়ে তখনই করব যেদিন মনের মানুষকে পাওয়া শেষ হবে। একজন কাছের মানুষ ঠিক যেমন আশা করি সেই সব গুণ তাঁর মধ্যে থাকবে। সেই খোঁজটা যদি শেষ না হয় তাহলে বিয়ে করব না। কারণেই, আমায় যদি বিয়ে করতে হয় তবে অনেক খুঁজে খুঁজে করতে হবে। কারণ, কোনওমতেই কারওর জন্য, কোনোভাবে আমি নিজেকে বদলাতে পারব না। সহজে তো সেটেল করছি না।"

উল্লেখ্য, মডেলিং দিয়েই শুরু করেছিলেন সৃজলা। তারপর টেলিভিশনে মন ফাগুন ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে লিড চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর, এই সিরিজে।

tollywood Entertainment News