Tollywood Actress: রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন, পরনের পোশাকটাও ফাটা ছেঁড়া, এ কী অবস্থা! কে এই অভিনেত্রী?

পরনে হাফ প্যান্ট, কালো রঙের ফুল হাতা জামা - মাথার চুলের অবস্থা খুব খারাপ। সুত্রের খবর, বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মত তিনি হেঁটে যাচ্ছিলেন।

পরনে হাফ প্যান্ট, কালো রঙের ফুল হাতা জামা - মাথার চুলের অবস্থা খুব খারাপ। সুত্রের খবর, বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মত তিনি হেঁটে যাচ্ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actress

কী এমন হয়েছে তাঁর?

Tollywood actress: সময় মানুষকে কতকিছু দেখায়। একজন শিল্পী তাঁর যে এহেন অবস্থা হতে পারে, কেউ ভাবতেও পারে? বোলপুর-বর্ধমান এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এক দক্ষ অভিনেত্রী। কারণ কী? কথাবার্তায় ছন্দ নেই। পরনের পোশাক বলে দিচ্ছে বেশ কিছুদিন ধরেই তাঁর এই অবস্থা। একজন শিল্পী মানুষের কী এমন হলও যে তিনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? তাঁকে উদ্ভ্রান্তের মতো হাঁটতে দেখেই পথ-চলতি মানুষ পরিচয় জানতে চান। 

Advertisment

পরনে হাফ প্যান্ট, কালো রঙের ফুল হাতা জামা - মাথার চুলের অবস্থা খুব খারাপ। সুত্রের খবর, বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মত তিনি হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। সেখানেই বেশ কিছুক্ষন বসে ছিলেন। কিন্তু কে তিনি? লোকজন তাঁর পরিচয় জানতে চাইলে কিছুক্ষন আমতা আমতা করে জানান তাঁর নাম সুমি হর চৌধুরী। চেনা চেনা লাগছে নামটা? মানুষটাও চেনা শোনা। তাঁকে সিরিয়াল এবং থিয়েটারপ্রেমী মানুষটা বহু প্রোজেক্টে কাজ করতে দেখেছেন।

Actor Passed Away: এক সপ্তাহেই সব শেষ! আচমকা চলে গেলেন জনপ্রিয় অভিনে…  

Advertisment

নিজের পরিচয় জানানোর সঙ্গে সঙ্গেই তিনি এও জানান যে আমি বাংলা টেলিভিশনের অভিনেত্রী। আশেপাশের মানুষরা কৌতূহলবশতই তাঁর নাম সমাজ মাধ্যমে খুঁজে দেখেন তিনি নিতান্তই মিথ্যে বলছেন না। কিন্তু, এই অবস্থা হল কী করে? আসলে , তিনি বোলপুরের মানুষ। কলকাতায় অভিনয়ের সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। কিন্তু এমন মানসিক ভারসাম্যহীন কী করে হয়ে পড়লেন তিনি। তাঁর কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি। কেনই বা এভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন সেও জানা যায়নি। 

 তবে এরপর আর তাঁকে একা ছাড়েনি এলাকার মানুষ। তাঁকে নিকটবর্তী থানায় পাঠানো হয়েছে। বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও ) অভিষেক মণ্ডল সন্ধ্যায় জানান, মহিলাকে হোমে পাঠানো হয়েছে।  কলকাতার বেহালা থানাতেও এই মহিলার বিষয়ে খবর পাঠানো হয়েছে। মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে ।  তবে এখনো যোগাযোগ করা যায় নি বলেই খবর। 

কে এই অভিনেত্রী?

কিছুদিন আগেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে-তে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া নাটকের মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। আগে সমাজ মাধ্যমে বেজায় সক্রিয় ছিলেন। কিন্তু বেশ কিছুদিন তাঁকে দেখা যায়নি। এমনকি আরজি কর আন্দোলনের সময়ও তিনি সরব হয়েছিলেন। তারপর যে কোথায় গেলেন তাঁর হদিশ মিলল বর্ধমানে। প্রসঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের এক অভিনেতাকেও মসজিদ এলাকায় গাছের নীচে মানসিক ভারসাম্য হারিয়ে শুয়ে থাকতে দেখা যায়। 

Singer Attacked: ভয়ঙ্কর ঘটনা! জনপ্রিয় গায়ককে তাক করে গুলি চালাল হামলাকারীরা, প্রাণে বাঁচলেন আদৌ? 
 

tollywood tollywood news Tollywood Actress