শরীরে সংক্রমণ! হাসপাতালে রাজ চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

কেমন আছেন এখন পরিচালক?

কেমন আছেন এখন পরিচালক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Raj Chakraborty, Bengali director Raj Chakraborty, Raj Subhashree, Raj Chakraborty hospitalised, রাজ চক্রবর্তী, হাসপাতালে রাজ চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী, রাজ শুভশ্রী, ইউভান, টলিউডের খবর

রাজ চক্রবর্তী

মঙ্গলবার সকালেই শোনা গিয়েছিল যে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী। তবে ঠিক কোন কারনে? তা বেলা পর্যন্ত জানা যায়নি। শেষমেশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, প্রস্রাবে সংক্রমণের জন্য অসুস্থ হয়ে পড়েন পরিচালক। যার জেরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।

Advertisment

প্রসঙ্গত, বীভৎস গরমের জেরে উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গেও নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষের। প্রথমটায় কানাঘুষো শোনা গিয়েছিল, মারাত্মক গরমের জেরেই অসুস্থ হয়ে পড়েন রাজ। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজ চক্রবর্তীর শারীরিক পরিস্থিতি নিয়ে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তবে পরিচালকের তরফে সংবাদমাধ্যমের কাছে জানানো হয় যে, চিন্তার কোন কারণ নেই।

<আরও পড়ুন: অন্তঃসত্ত্বা সানাকে প্রকাশ্যে টানা-হেঁচড়া আনাস সৈয়দের! রোষানলে তারকার মৌলবী স্বামী>

ভক্তদের আশ্বস্ত করে রাজ চক্রবর্তীর সহকারী জানিয়েছেন যে, "প্রস্রাবে সংক্রমণের জেরেই শরীর খারাপ হয়েছিল। তবে চিন্তার কোনও কারণ নেই। দাদার শরীর একদম ঠিক আছে। সব ঠিক থাকলে বুধবার-ই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।"

Advertisment

উল্লেখ্য, 'আবার প্রলয়'-এর কাজ সদ্য শেষ করেছেন রাজ। নতুন কাজের প্রি-প্রোডাকশন নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত। ওদিকে, প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গেও আবার জোট বাঁধতে চলেছেন তিনি। উপরন্তু, বারাকপুরের বিধায়ক তিনি। তবে বিধায়ক কিংবা পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান-এর দায়িত্বও পালন করেন তিনি।

tollywood Subhashree Ganguly Raj Chakraborty Entertainment News tollywood news