/indian-express-bangla/media/media_files/2025/10/05/durga-puja-carnival-tollywood-2025-10-05-18-20-13.png)
কী কী হল এবারের মঞ্চে?
পুজো কার্নিভালে কত কিছু না হয়। সারাবছর এই একটা দিন বাঙালি রেড রোডে সব ঠাকুর দেখতে পারেন। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই উদ্যোগ এখন ভারতবর্ষের বুকে তো বটেই, আন্তর্জাতিক স্তরে সমাদৃত। এবং, আজকের দিনে রেড রোডে কাদের কাদের দেখা মিলল? এই দিন, তারকা সমাগম থাকে দেখার মত। আর সেটাই দেখার ছিল এর। নতুন কিছু কিছু মুখ দেখা গিয়েছে এবার।
বর্ষীয়ান তারকাদের খুব একটা দেখা না গেলেও, এবার নতুন কিছু মানুষকে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিলেন কে? এবং কী কী হল সেই মঞ্চে? আলিপুর কলকাতা পুলিশ লাইনের হয়ে পারফর্ম করলেন মীনাক্ষী শেষাদ্রি এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও, এই পুজোর কার্নিভালে ঘটল বেশ কিছু ঘটনা। কিছু কিছু পুজো কর্তৃপক্ষের তরফে পারফর্ম করতে দেখা গেল তারকাদের। যেমন অঙ্কুশ ঐন্দ্রিলা কিংবা অপরাজিতা এমনকি ট্রিনা সাহা থেকে শুরু করে, দেবলীনা কুমার রয়েছেন সেই তালিকায়।
তবে, এবারও বেশ কিছু মজার ঘটনা ঘটেছে। এক তো, এবছর পুরোনোদের সঙ্গে সঙ্গে রিয়া এবং রাইমা সেনের সঙ্গে সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্তকে দেখা গেল। এবং প্রতিবারের মত এবারও মুখ্যমন্ত্রী ঢাক বাজানোর সঙ্গে সঙ্গে নাচলেন তারকা বন্ধুদের সঙ্গে। এবং, তাঁকে উপহার তুলে দিলে পাশাপাশি অবস্থানকারী তারকাদের হাতে কী ধরালেন তিনি? কাউকে দিলেন গাছ, কাউকে দিলেন চামর। সেই চামর তিনি তুলে দিলেন, অঙ্কুশের হাতে। অঙ্কুশ যেন নিজেও অবাক এই ঘটনায়। কী করবেন ভেবে না পেয়ে সেটা নিয়েই নিলেন। তারপর দেখা গেল তাঁকে গড়বা নাচতে। ডানদিয়া নাচলেন তাঁরা।
সঙ্গী, টলিপাড়ার নায়িকারা। বেশ কিছু সময় পরেই সকলের সঙ্গে দলে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, একটি ছোট্ট চারাগাছ উপহার পেলেন তিনি। এবং সেটি পরমব্রতর হাতে তুলে দিলেন। যদিও, সেটি হাতে পেয়ে পরম হেসে কুটোকুটি। তিনিও যেন বুঝে উঠতে পারছেন না, কী করবেন। তবে আরেকটি মজার ঘটনাও ঘটেছে। ঐন্দ্রিলা সেন তিনি নাচার জায়গা না পেয়েই বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন। একটা সময় তো, তিনি সকলকে অল্প অল্প জায়গা করে সরতে পর্যন্ত বললেন। কিন্তু কে কার কথা শোনে...
প্রসঙ্গে, এবছর সবথেকে বড় কার্নিভাল। প্রায় ১১৩টির বেশি পুজো এবছর রেজিস্টার করেছে। এবং বেশ কিছু নতুন পুজোকে এবার ভাগ নিতে দেখা গিয়েছে। এছাড়াও স্টেজে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী থেকে ফের একবার ঘর ওয়াপসি হল যেই অভিনেত্রীর - রূপাঞ্জনা মিত্র। এছাড়াও ছিলেন হরনাথ চক্রবর্তী, ভরত কল, সৌমিত্রিশা এবং অনেকে।