Advertisment

পাভেলের ফ্রেমে এবার পোস্তা উড়ালপুল বিপর্যয়, অভিনয়ে একঝাঁক টলিতারকা

কাস্টিংয়ে বিশেষ চমক! কী বলছেন পরিচালক পাভেল?

author-image
IE Bangla Web Desk
New Update
Pavel's next film Kolkata Chalantika, Pavel, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Sourav Das), রজতাভ দত্ত (Rajatava Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কলকাতা চলন্তিকা, bengali news today

পাভেলের ফ্রেমে এবার পোস্তা উড়ালপুল বিপর্যয়

'বাবার নাম গান্ধিজী', 'রসগোল্লা', 'অসুর'-এর পর আবারও ভিন্ন স্বাদের গল্প সিনেপর্দায় তুলে ধরতে চেয়েছেন পরিচালক পাভেল (Pavel)। হাতে গোনা কয়েকটা ছবির পরিচালক হলেও তাঁর সিনেম্যাটিক গল্প বলার ধরণ যে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই স্বতন্ত্র জায়গা অধিকার করে ফেলেছে, তা বোধহ. আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। পাভেলের আগামী ছবির বিষয়বস্তুতেও চমক। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে সাজিয়েছেন তাঁর নতুন গল্প।

Advertisment

শহর তিলোত্তমার বাসিন্দারা সম্ভবত এখনও পোস্তা উড়ালপুল ভাঙার ঘটনা ভুলতে পারেননি। কালের নিয়মে দুর্ঘটনার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেলেও আজও সেই দিনের কথা মনে করে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন অনেকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভুগতে হয়েছে শহরের ব্যস্ত রাস্তাঘাটকেও। পাভেলের গল্পে থাকছে এই সমস্ত উপকরণই-। সিনেমার নাম 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। কাস্টিংয়েও চমক।

<আরও পড়ুন: আইনি ঝঞ্ঝাট পেরিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, মুক্তির দিন ঘোষণা আলিয়ার>

কারা থাকছেন? দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Sourav Das), রজতাভ দত্ত (Rajatava Dutta), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), শতাব্দী চক্রবর্তী এবং 'বং গাই' কিরণ দত্ত (Kiran Dutta)। পাভেলের হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের শিকে ছিঁড়তে চলেছেন কিরণ। এর আগে যদিও পরিচালক অরিজিৎ সরকারের একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজে অভিনয় করেছেন 'বং গাই'। একঝাঁক তারকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং।

publive-image

পরিচালক পাভেল কীভাবে সাজিয়েছেন সিনেমার গল্প? বললেন, "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি-গলি পথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট-পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।" ছবিটা মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট' এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাই বাহুল্য, বাংলা সিনেপ্রেমীরা আরও একটা ভালো ছবি উপহার পেতে চলেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kharaj Mukherjee aparajita adhya Ditipriya Roy Kiran Dutta Rajatava Dutta Ishaa Saha Pavel Sourav Das
Advertisment