Federation vs Producer: বন্ধ হবে না কাজ, প্রযোজকদের বড় আশ্বাস ফেডারেশনের সভাপতি স্বরূপের, আর পরিচালকরা?

ছোটপর্দার কাজও বন্ধ ছিল সেসময়। যারা টেলিভিশনে কাজ করেন তাঁদের প্রতি এপিসোড পারিশ্রমিক। তাই সেই কাজ বন্ধ থাকলে অনেকেরই সমস্যা। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসন্ন সময়ে...

ছোটপর্দার কাজও বন্ধ ছিল সেসময়। যারা টেলিভিশনে কাজ করেন তাঁদের প্রতি এপিসোড পারিশ্রমিক। তাই সেই কাজ বন্ধ থাকলে অনেকেরই সমস্যা। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসন্ন সময়ে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swarup1

যা শোনালেন স্বরূপ... Photograph: (File)

Federation vs Producer:  প্রায় একটা বছর অতিক্রান্ত। একটু খেয়াল করলে দেখা যাবে সিনে ইন্ডাস্ট্রির বুকে ক্রমাগতই অশান্তি বাড়ছে। পরিচালকের অনেকেই কাজ করতে পারছেন না টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে। লাগাতার পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে বাধা দেওয়া হচ্ছে কাজে। এবং খেয়াল করলে দেখা যাবে গতকাল ঠিক সেটাই হয়েছে। পরিচালক বনাম টেকনিশিয়ানের বিরোধে বারবার ফেডারেশনের নজরদারিকে ইঙ্গিত করেছেন নির্মাতারা। কিন্তু গতকাল ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এক অন্য কথাই বলেছেন।

Advertisment

গতবছরের মাঝামাঝি যখন থেকে এই অশান্তি শুরু হল ঠিক তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একটি নিরপেক্ষ কমিতি গঠন করা হবে যেখানে দুই দলের মানুষ থাকবেন। তবে কোনওমতেই কাজ বন্ধ করা যাবে না। গতকাল স্বরূপ ঠিক একই কথা জানিয়েছেন আবারও। ছোটপর্দার কাজও বন্ধ ছিল সেসময়। যারা টেলিভিশনে কাজ করেন তাঁদের প্রতি এপিসোড পারিশ্রমিক। তাই সেই কাজ বন্ধ থাকলে অনেকেরই সমস্যা। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসন্ন সময়ে যত বড়ই সমস্যা আসুক কিন্তু কাজ বন্ধ হবে না। কাজ বন্ধ করলে সমস্যার সমাধান হবে না। সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন নীলাঞ্জনা শর্মা থেকে নিসপাল সিং আরও অনেকেই। নীলাঞ্জনা জানিয়েছেন, এই মিটমাটের দরকার ছিল বহুদিন আগে। এবার সবমিলে একটাই পরিবার।

Abhishek-Aishwarya Divorce Rumor: আলাদা হচ্ছেন ঐশ্বর্য-অভিষেক? বড় সত্যি ফাঁস করলেন জুনিয়র বচ্চন

Advertisment

গতকাল এক আড্ডা বসেছিল ফেডারেশন এবং ইন্ডাস্ট্রির মধ্যে। সেখানেই চায়ের কাঁপে চুমুক আর অল্প চানাচুর সমস্ত অভিমান নাকি মিটিয়ে দিয়েছে। স্বরূপ বিশ্বাস জানিয়েছেন অনেকদিন ধরেই নাকি তাঁরা চেয়েছিলেন যাতে এই সমস্যা মিটে যায়। এমনকি প্ল্যানিং করছিলেন সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় সেকারণেই। আর সকলেই মন থেকে চাইছিলেন, দুই পক্ষের ইতিবাচক সিদ্ধান্তের কারণেই সব মিটমাট হয়ে গেছে বলেই দাবি তাঁদের। আর কী কী ঠিক হয় গতকালের বৈঠকে? 

সেখানে ছোটপর্দার প্রযোজকদের সঙ্গে বৈঠক হয় ফেডারেশনের। টেকনিশিয়ানদের ৩০% মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁদের পরিচ্ছন্ন শৌচালয় সহ আরও নানা দাবি গৃহীত হয়েছে। এছাড়াও একটি ত্রিপাক্ষিক কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল-প্রযোজক এবং ফেডারেশনের সদস্যরা সেই কমিটিতে থাকবেন। তারাই নানা সমস্যার কথা তুলে ধরবেন। আর পরিচালকরা। সভাপতি জানান ছোটপর্দার পরিচালকদের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন। বড়পর্দার পরিচালকদের অনেকের সঙ্গেই আলোচনায় বসেছেন। বাকিদের স্বাগত জানিয়েছেন। আর যারা আইনি পথে হাঁটবেন তাঁদের জন্য বলেছেন, "ওরা নিজেদের মতো করে সমাধান খুঁজতেই পারেন।" 

tollywood Federation tollywood news