শনিবার টলিউডের পক্ষ থেকে সিনেমা, টেলিভিশন ও ওয়েব প্রোডাকশনে কর্মরত প্রতিদিনের পারশ্রমিকভুক্ত কর্মচারীদের জন্য ত্রাণ তহবিল গঠন করার অনুরোধ করলেন পরিচালক অরিন্দম শীল। করোনাভাইরাসের কারণে বিনোদন জগতের কাজ বন্ধ, সে কারণেই ইন্ডাস্ট্রিতে দিন মজুরিতে কাজ করা সহকারী-কলাকুশলীদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত।
বলিউডের প্রোডিউসার্স গিল্ড ইতিমধ্যেই এই উদ্যোগ নিয়েছে। এদিন পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''আমাদের ইন্ডাস্ট্রি থেকে এতদিন কেন করা হচ্ছিল না জানিনা। গতকাল রাতে গৌতমদা (পরিচালক গৌতম ঘোষ) ভীষণ উদ্বেগ প্রকাশ করছিলেন। তিনি ফোন করেন বলেন, 'অরিন্দম কিছু করো। আমি তো খুব ধনী নই কিন্তু এক লক্ষ টাকা দিতে পারব।' এটাই তো ভীষণ আনন্দের যে উনি ভেবেছেন।''
আরও পড়ুন, করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে নতুন উদ্যোগ মিমি চক্রবর্তীর
তিনি আরও বলেন, ''এরপর মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়। জানতে পারি ফেডারেশন থেকে স্বরূপও (স্বরূপ দত্ত) উদ্যোগ নিচ্ছে। স্বরূপের সঙ্গে কথাবার্তা বলি। ফেডারেশন থেকে সংগঠন তৈরি হয়েছে কিন্তু যতক্ষণ না তারকারা এগিয়ে সেটা প্রচারে আসে না। তাই প্রত্যেককে ব্যক্তিগত স্তরে মেসেজ পাঠাই।''
পরিচালকই জানালেন, ইতিমধ্যেই অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, হরচরণ সিং প্রত্যেকে এগিয়ে এসেছেন। করোনার প্রাদুর্ভাবে গৃহবন্দী প্রত্যেকে, সে কারণেই মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে সকলকে। জুনিয়র টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ ইন্ডাস্ট্রির।
স্বরূপ বিশ্বাস বলেন, ''আগেই এই ফান্ডের কথা ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছিল। ধন্যবাদ জানাবো যাঁরা এগিয়ে আসছেন তাদেরকে। জুনিয়র টেকনিশিয়ানদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।''
ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ ৮ঘন্টার কাজের সময়ে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করেন। স্পটবয়, জুনিয়র টেকনিশিয়ান, লাইটম্যান প্রত্যেকেই প্রায় তাই। ৩০ মার্চ পর্যন্ত কাজ বন্ধ থাকায় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন