Taslima Nasrin-Suchitra Sen Hall: 'হিন্দুর দেশ থেকে হিন্দুই নিশ্চিহ্ন..', এডওয়ার্ড কলেজের সুচিত্রা হলের নাম পাল্টাতেই বিস্ফোরক তসলিমা

Bangladesh Controversy: রেসিডেনসিয়াল হল নেই বললে ভুল হবে। বরং, সে হলের সঙ্গে থাকা সুচিত্রা সেনের নামটা মিটে গেছে। অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতেই এই হলের নামকরণ তাঁর নামে করা হয়েছিল। মহিলা ছাত্রীদের জন্যই ছিল সেই হল।

Bangladesh Controversy: রেসিডেনসিয়াল হল নেই বললে ভুল হবে। বরং, সে হলের সঙ্গে থাকা সুচিত্রা সেনের নামটা মিটে গেছে। অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতেই এই হলের নামকরণ তাঁর নামে করা হয়েছিল। মহিলা ছাত্রীদের জন্যই ছিল সেই হল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sucitra sen- pabna edward college

রেগে কাঁই তসলিমা, যা বললেন... Photograph: (ফাইল চিত্র )

Taslima Nasrin-Suchitra Sen Hall: তাকে বেশিরভাগ মানুষ মহানায়িকা হিসেবেই চেনেন। তিনি শুধু বাংলা সিনেমা না ভারতীয় ছবির এক অনন্য নক্ষত্র। এবং, সুচিত্রা সেন বলতেই, সকলের চোখের সামনে ভেসে ওঠে সেই মলীন এক হাসি। শুধু তাই নয়, এপার বাংলা ছাড়া ওপার বাংলাতেও এতদিন, তার নামে এক রেসিডেন্সিয়াল হল ছিল। কিন্তু সেই গল্প এখনো অতীত। পাবনার মেয়ে সুচিত্রার নামে, গভারমেন্ট এডওয়ার্ড কলেজে একটি রেসিডেনসিয়াল হল ছিল, তবে এখন তা নেই।

Advertisment

না, রেসিডেনসিয়াল হল নেই বললে ভুল হবে। বরং, সে হলের সঙ্গে থাকা সুচিত্রা সেনের নামটা মিটে গেছে। অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতেই এই হলের নামকরণ তাঁর নামে করা হয়েছিল। মহিলা ছাত্রীদের জন্যই ছিল সেই হল। তবে এখন তার নাম পাল্টে হয়ে গেছে, 'জুলাই ৩৬ স্টুডেন্ট হল।' যদিও আবার শুধু সুচিত্রা সেনের হল নয়, বরং পাল্টেছে অনেক নাম- ই।

Kapil Sharma: 'মন ভারি হয়ে আসছে..', পরিবারের মানুষকে হারিয়ে শোকে আ…

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল হল এর নামে যে হল ছিল, বিজয় ২৪ স্টুডেন্ট হল। যারা বেগম ফাজিলাতুন্নেসা হলের নাম পাল্টে হয়েছে, আয়েশা সিদ্দিকা স্টুডেন্ট হল। এডওয়ার্ড কলেজের প্রিন্সিপাল, হলের নতুন নামের নেমপ্লেটেগুলি উদ্বোধন করেন। প্রিন্সিপাল জানিয়েছেন, গত বছর জুলাইয়ের ঘটনা প্রাসঙ্গিকতা মেনেই ছাত্রদের দাবি অনুসারে এটা করা হয়। এই প্রসঙ্গে সুচিত্রা সেন স্মৃতি  সংরক্ষণ পরিষদের সেক্রেটারি নরেশচন্দ্র মধু জানিয়েছেন, সুচিত্রা সেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তাকে সেভাবে ট্রিট করা উচিত নয়। একটা হল যেটা তার নামে বছরের পর বছর ধরে উৎসর্গ করা হয়েছিল, আজ হঠাৎ করেই নামটা রাজনীতিবিদদের মতো সেখান থেকে মুছে যাওয়া হল। এগুলো মেনে নেওয়া যায় না।

Advertisment

এবং এ প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন বাংলাদেশের অন্যতম চরিত্র লেখিকা, তসলিমা নাসরিন। তার কাছেও এই ঘটনা একদম দৃষ্টিকটু। সুচিত্রা সেন যিনি বাংলা ছবির এক আইকন, পাবনার মেয়ে হিসেবে এই সম্মান তাঁর প্রাপ্য নয় বলেই জানিয়েছেন তসলিমা। তিনি সমাজ মাধ্যমে লিখছেন...

"পাবনার এডওয়ার্ড কলেজে সুচিত্রা সেন। ছাত্রীনিবাসের নাম এখন ‘জুলাই–৩৬ ছাত্রীনিবাস'। ফুলবাড়িয়া উপজেলার কালীঘর এলাকার নতুন নাম এখন 'মুসলিম নগর'। নাম বদলের হিড়িক পড়েছে। হিন্দু নামগুলোকে মুসলমানি করানো হচ্ছে। ধারালো   ছুরি হাতে হাজামেরা ঘুরছে দেশের সবখানে। তারা হিন্দুর দেশ থেকেই  হিন্দুকে নিশ্চিহ্ন করছে।"

Entertainment News Today Entertainment News Taslima Nasrin FB post Taslima Nasrin Suchitra Sen