Priyanka Mitra: 'বাঃ! ঝোপ বুঝে কোপ মারলেন?' সায়ন্তকে বিঁধে প্রিয়াঙ্কা বললেন, 'ও এসব ছাড়া কিছু জানে না...'
Priyanka-Sayanta: কিরণ এবং দেবচন্দ্রিমার পর প্রিয়াঙ্কাও কিছুদিন আগে তাঁকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন। যেখানে তাঁকে নানা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ দেওয়ার কথা বলতেও শোনা গিয়েছিল।
Priyanka-Sayanta: কিরণ এবং দেবচন্দ্রিমার পর প্রিয়াঙ্কাও কিছুদিন আগে তাঁকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন। যেখানে তাঁকে নানা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ দেওয়ার কথা বলতেও শোনা গিয়েছিল।
Priyanka Mitra: কেন এতদিন চুপ ছিলেন তিনি? Photograph: (Instagram)
Priyanka vs Sayanta: সায়ন্ত মোদক দিনের পর দিন মেয়েদের ইমোশন নিয়ে খেলেছেন। শেষ কিছু বছরে অন্তত তিনটি মেয়েকে সম্পর্কের জালে ফেলে সেই চেনা পরিচিত ছাঁচে তাঁদেরকে জীবন থেকে সরিয়েও দিয়েছেন। আর এবার সেই তিনজন দায়িত্ব নিয়েই তাঁর সমস্ত মুখোশ খুলে দিয়েছেন।
Advertisment
কিরণ এবং দেবচন্দ্রিমার পর প্রিয়াঙ্কাও কিছুদিন আগে তাঁকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন। যেখানে তাঁকে নানা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ দেওয়ার কথা বলতেও শোনা গিয়েছিল। এখানেই শেষ না, প্রিয়াঙ্কা এমন দাবি করেছিলেন, যে নিজের শিক্ষার কারণেই এতদিন চুপ ছিলেন তিনি। এদিকে, ৩টি মেয়েকে অন্যায়ের প্রতিবাদে জোট হতে দেখে কেউ কেউ সমালোচনাও করেছেন।
এমনকি, আজ প্রিয়াঙ্কা একটি ভিডিও বানিয়ে তাতে বেশ অদ্ভুত একটি অভিযোগের কথা বললেন। বেশিরভাগ মেয়েরা নাকি তাঁকে এমনও বলছেন? বাহ! ঝোপ বুঝে কোপ মেরে দিলেন? এতদিন কেন কিছু বললেন না? আর এতেই বেশ অবাক হয়েছেন অভিনেত্রী। এতকিছুর পরেও যে মহিলারাই তাঁদের নিয়ে প্রশ্ন তুলবেন, সেটাই অবাক করেছে তাঁকে। অভিনেত্রী বলছেন...
Advertisment
আমার শিক্ষার জন্য আমি চুপ থেকেছি। আমার মনে হয়েছে যে একটা মানুষ যত খারাপ হোক, যতই নিম্নরুচির হোক, নোংরামোছাড়া সে কিছু ভাবে না। তাঁকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। আমার মনে হয়েছে থাক। অসুস্থ প্রেম বলে দিয়েছিলাম, যারা বোঝার তারা বুঝবে। আমার ঠেকা পড়েনি, সবাইকে বোঝানোর। আমার কাছে গুরুত্ব রাখে নিজের ভাল থাকা। নিজের মুভ অন করা। দু বছর আমি অনেক সহ্য করেছি, অনেক চুপ থেকেছি। আমি জানতাম যে, ভগবান যখন শুরু করবেন তখন আসল খেলা হবে।"
এরপরই অভিনেত্রী জানান, তার জীবনে যখন লাইফ পার্টনার আসেন, তাকে নিয়েও ছোট করা শুরু হয়, পরিবারের সকলের ম্যাসেঞ্জারে গিয়ে গিয়ে নানা কথা বলা হয়। কিন্তু, নিজেরা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একথা সাফ জানান, কিরণ সেই ভিডিওতে যা যা বলেছিলেন, সবটাই যেন তার জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল।