সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিনোদুনিয়ার সঙ্গে 'মাদক' বস্তুটি ঠিক যেমনভাবে জড়িয়ে গিয়েছিল, ঠিক তেমন শোরগোল-ই এবার শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর শুরু হয়েছে। ড্রাগে কি শুধু বলিউড-ই জুবে রয়েছে, নাকি বাংলা বিনোদনজগতেও ড্রাগচক্র চলে? বিগত দু-দিন ধরে আবারও সেই প্রশ্নে সরগরম সোশ্যাল মিডিয়া। হাঁড়ির খবর অনেকেই রাখেন, তবে হাটের মাঝে সেটা খুলতে চান না। এই যা! সম্প্রতি এক প্রযোজক বেঁফাস এই কথা বলে ফেলেন। তবে এবার টলিউডের মাদকাসক্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খ্যাতনামা প্রযোজক।
Advertisment
রানা সরকার (Rana Sarkar), বকেয়া পারিশ্রমিক বিতর্কে জড়িয়ে বছর খানেক বিরতির পর আবারও স্বমহিমায় টলিউডে অবতরণ করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটা বড় বাজেটের ছবি প্রযোজনার কথা ঘোষণাও করেছেন। ইন্ডাস্ট্রির এই খ্যাতনামা প্রযোজকই এবার টেলিপাড়া তথা টলিউডের মাদক-যোগ নিয়ে বিস্ফোরক কথা বললেন। তাঁর কথায়, "টলিউডের অনেক তারকারাই বেপরোয়াভাবে যত্র-তত্র নেশা করেন।"
রানা সরকারের মন্তব্য, "কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে সেলিব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে বলে শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রোডিউসার , চ্যানেল অনেক ক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছে এক্ষেত্রে। যে কোনো সময় ধরা পরে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, কেরিয়ারের কথা ভাবুন।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন