ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। থিয়েটারের মঞ্চ থেকে ছোটপর্দা, দাপিয়ে অভিনয় করে চলেছেন স্বামী-স্ত্রী। বুধবার সন্ধেবেলা টলিপাড়ার সেই তারকা-দম্পতিই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন।
ঘটনাস্থল মা ফ্লাইওভার। সেই উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে উল্টোদিকের একটি গাড়ি তাঁদের গাড়ি ওভার টেক করার চেষ্টা করে। অন্য এক গাড়ির দিকে ঠেলে দেয়। যার জেরে ব্রিজ থেকে গাড়ি নিচে পড়ে যেতে পারত। কিংবা কোনও বাইকআরোহির মৃত্যু অবধি ঘটতে পারত। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন সোহিনী-সপ্তর্ষি। তাঁদের গাড়িচালকের পারদর্শিতাতেই প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
ঠিক কী ঘটেছে? সমাজ মাধ্যমের পাতায় ওই গাড়ির ছবি দিয়ে গোটা ঘটনাটা বর্ণনা করে 'এক্কা দোক্কা' অভিনেতা পোখরাজ লেখেন, "আজ প্রায় মৃত্যুর মুখোমুখি হলাম মা ফ্লাইওভারে। এই ভলভো গাড়ির চালক আমাদের গাড়িটাকে উল্টোদিক দিয়ে ওভারটেক করে। এবং আমাদের গাড়িটাকে অন্য একটি গাড়ির দিকে ঠেলে দেয়। আমরা ব্রিজ থেকে পড়ে যেতে পারতাম কিংবা কোনও বাইক আরোহীর মৃত্যু হতে পারত। তবে সৌভাগ্যবশত আমাদের ড্রাইভার এযাত্রায় আমাদের বাঁচিয়ে দিলেন। নেমে উপ দিকের গাড়িচালককে যখন ধরলাম, দেখলাম মদ্যপ অবস্থায় গালিগালাজ করতে।" এরপরই কলকাতা পুলিশকে ট্যাগ করে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানান সপ্তর্ষি।
<আরও পড়ুন: শাড়ি কিনতে গিয়েই বিপত্তি, সিঁড়ি থেকে পড়ে হাঁটু ফুলে ঢোল ‘রান্নাঘরের’ সুদীপার!>
এরপর সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানান, "ওই ভলভো গাড়িটি ডান দিক থেকে এসে ধাক্কা মারে। সাধারণত, ফ্লাইওভারের বাঁ দিক থেকে বাইক চলে। আমাদের গাড়ি ধাক্কা খেয়ে বাঁ দিকে চেপে যায়। কয়েক মুহূর্তের জন্য এক বাইক আরোহীকে ধাক্কা মারতে মারতে বেঁচে যায়। সামনে এগিয়ে গিয়ে যখন গাড়িটা দাঁড় করাই, দেখলাম ধাক্কা মারার পরও ওই গাড়িচালকের কোনও ভ্রুক্ষেপ নেই। অসংলগ্ন কথা বলেই চলেছে। এতটাই ঔদ্ধত্য যে, সামান্য ক্ষমা চাওয়ার মানসিকতাও নেই।"