আলোচনায় টম ক্রুজ। এই অভিনেতা, এত বয়সেও যে কান্ডকীর্তি দেখিয়েছেন। তাঁর অ্যাকশন সিকোয়েন্স দেখলে চমকে যেতে হয়। মিশন ইম্পসিবল এর ফাইনাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভারতের জনতা আলাদাই উন্মাদনায় ছিলেন। এই সিনেমা ভারতে রিলিজ করার পরপরই, যেন দর্শকরা সিনেমাহলে ছুটে যান। এবং ১৭ তারিখের পর এই ছবি ৩ দিনেই প্রায় ৪০ কোটির ব্যবসা করে নেয়।
মিশন ইম্পসিবল দ্যা ফাইনাল রেকোনিং - এই ছবির কারণেই টম ক্রুজ আবারও লাইমলাইটে। যদিও এই তারকার নামই কাফি। কিন্তু, এই ছবি আরও নানাভাবে স্পেশ্যাল। পাওয়ারপ্যাক অ্যাকশন তো বটেই, তাঁর সঙ্গে সঙ্গে ফাইনাল পর্যায়ে কী ডেলিভার করা হয়, সেটাই দেখার জন্য দর্শকরা হলে পৌঁছেছিলেন। যদিও বা এই ছবির তৃতীয় দিনে দর্শক একটু কমেছে। ৬২ তে গিয়েও, তিনি যেন অপ্রতিরোধ্য। এবং এই অনুপ্রেরণা তিনি কোথা থেকে পান সেকথাও বলেছেন।
Actress Death: মাত্র ২৭-শে সব শেষ, মৃত্যুর আগে একটাই কথা বিড়বিড় করছি…
১০০ বছরেও তিনি এভাবেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চান একথা সাফ জানিয়েছেন তিনি। এবং তাঁর এই অনুপ্রেরণার নেপথ্যে যিনি, তিনি হ্যারিসন ফোর্ড। তাঁর প্রায় ৮২ বছর বয়স। এবং, এই বয়সে এতটা কাজ করতে পারার দাবি রেখেছেন অভিনেতা। তিনি মিশন ইম্পসিবলে ধুয়াধর অ্যাকসন প্রসঙ্গেই বলেন... "আমি ১০০ বছরেও এভাবেই কাজ করতে চাই। আমি থামতে চাই না। আমি কোনোদিন অ্যাকশন থামাতে চাই না। আমি কমেডি ছবিও করতে চাই।"
টম ক্রুজ এবং BTS জিন...
কোরিয়ান বয় ব্যান্ডের BTS এর সদস্য জিন, তিনি নাকি এখন টম ক্রুজের অন্যতম পছন্দের মানুষ। এবং মিশন ইম্পসিবল তারকা জিনকে নিয়ে নানা মন্তব্য করেছেন। জিনের শো রানিং জিন এখন দারুণ জনপ্রিয়। এবং এই শোয়ে নামি যেতে চান মিশন ইম্পসিবল তারকা। শুধু তাই নয়, তিনি নিজেই এই ইচ্ছে প্রকাশ করেছেন। জানা যায়, জিন নিজেও দারুণ আনন্দে এই খবরের পর। তিনি আরও বলেছেন, আমরা না! টম ক্রুজের টিমের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উনি আমার শোয়ে গেস্ট হিসেবে আসতে চান। এবং আমরাও জানিয়েছি, বেস্ট ভাবে সেই এপিসোড অ্যারেঞ্জ করব আমরা।
প্রসঙ্গে, এই সিনেমা রিলিজ করার আগে টম ক্রুজ বহু ভারতীয় তারকার সঙ্গে সময় কাটিয়েছেন। সেই তালিকায় রয়েছেন অনেকেই। অবনীত কৌর থেকে জন্নত জুবেইর - আরও অনেকেই।