Advertisment
Presenting Partner
Desktop GIF

Tonni-Rajdeep Romance: শীতের সকালে আদরে মাখামাখি, ভালবাসার চাদর জড়িয়ে রোম্যান্সে মত্ত রাজদীপ-তন্বী

Tonni-Rajdeep Romantic Video: শীতের সকালে কাজের ব্যস্ততাকে দূরে রেখে প্রেমে মশগুল রাজদীপ-তন্বী। ভিডিও পোস্ট করলেন মিঠাইয়ের তোর্সা।

author-image
Kasturi Kundu
New Update
ভালবাসার চাদর জড়িয়ে রোম্যান্সে মত্ত রাজদীপ-তন্বী

ভালবাসার চাদর জড়িয়ে রোম্যান্সে মত্ত রাজদীপ-তন্বী

Tonni-Rajdeep Video: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তন্বী লাহা রায়। মিঠাই ধারাবাহিকে তোর্ষার চরিত্রে তন্বীর অভিনয় আজও ভোলিন দর্শক। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে তন্বীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় মিষ্টি প্রেমের লাভিডাভি মুহূর্তের ঝলক। রাজদীপের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তন্বী।

Advertisment

গত বছর মা-কে হারানোর পর জীবনটা একেবারে পালটে গিয়েছে। তন্বীর বেরঙিন জীবনে ভালবাসার রঙ লাগিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাজদীপ। দুজনের জীবনেই এখন নতুন প্রেমের বসন্ত বললেও খুব একটা ভুল বলা হবে না। তিলোত্তমায় যখন ঠান্ডার পারদ কমছে তখন শহুরে শীত গায়ে মেখে উষ্ণ আলিঙ্গনে মত্ত প্রেমিকযুগল। 

Advertisment

সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন সোমবারে যখন কাজের ব্যস্ততা চরমে তখন ফুরফুরে মেজাজে দিন কাটাচ্ছেন টেলিভিশনের এই লাভবার্ডস। যাকে বলে একেবারে আদরে মাখামাখি। ভালবাসার চাদর গায়ে জড়িয়ে রাজদীপের বাহুলগ্না তন্বী। হাসি-মজা-খুনসুটির মধ্যে দিয়েই কুয়াশাচ্ছন্ন শীতের সকালে প্রেমে মশগুল রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায়।

কখনও খোলা আকাশের নীচে রাজদীপকে জড়িয়ে প্রেমের ইস্তেহার তো কখনও আবার কফি কাপে 'চিয়ার্স' করে একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার। চারিদিকে যখন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে তখন মোমবাতির আলোয় তম্বীকে জড়িয়ে প্রেম উদযাপন রাজদীপের। টেলিপাড়ার লাভবার্ডসের রোম্যান্সকে আরও একটু তোল্লাই দিল আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া সেই 'আভি না যাও ছোড় কে'।

দুজনের একসঙ্গে কাটানো রোম্যান্টিক মুডের ভিডিও পোস্ট করে তন্বী লিখেছেন, 'পুরনো দিনের আদলে বাঁচাটা জরুরি। কারণ সম্পর্ক টিকিয়ে রাখাটাই তো মূল উদ্দেশ।' প্রসঙ্গত, গণেশ পুজোয় প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন তন্বী-রাজদীপ। এরপর বিভিন্ন সময় যুগলের ছবিতে ভরে গিয়েছে রাজদীপ-তন্বীর সোশ্যাল মিডিয়া।

কখনও রাস্তার মাঝে টুইনিং-এ ক্যামেরাবন্দী তো কখনও ক্রিসমাসে সান্টার সাজে রাজদীপের কাঁধে মাথা রেখে পোজ। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বাক্স বদল ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন প্রেমিক যুগল। তখন অবশ্য দুজনের প্রেম ছিল না। তন্বীর মায়ের মৃত্যুতেই একে অপরের কাছাকাছি আসেন রাজদীপ-তন্বী। 

Bengali Serial Bengali Television Bengali serial TRP Bengali Actor Bengali News Bengali Actress
Advertisment