Tonni Laha Roy Mother: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তন্বী লাহা রায়। মিঠাই ধারাবাহিকে তোর্ষার চরিত্রে তন্বীর অভিনয় আজও ভোলিন দর্শক। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। গত বছরই মাকে হারিয়েছেন তন্বী। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। মাতৃহারা তন্বী নিজেকে একটু একটু করে সামলে নিয়েছে। মায়ের মৃত্যুতে খুঁজে পেয়েছেন মনের মানুষ রাজদীপকে। ভালবাসাকে আঁকড়ে জীবনটাকে রঙিন করার স্বপ্ন তন্বীর দুই চোখে। কিন্তু, মায়ের স্মৃতি কখনও ভোলা যায়!
বিশেষ করে মায়ের জন্মদিনে। ১০ ফেব্রুয়ারি টেলি অভিনেত্রী তন্বী লাহা রায়ের মায়ের জন্মদিন। প্রথমবার এই দিনটা নিজের মতো করে আর পালন করা হল না তন্বীর। সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবির কোলাজে একটি রিল শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েন তন্বী। মায়ের কোলে বসে ছোট্ট সোনা। একরাশ বেদনা বুকে নিয়ে মাতৃহারা তন্বী লিখেছেন, 'তোমার প্রথম জন্মদিন আমাদের ছাড়া'।
বাকি ছবিগুলোর ক্যাপশনেও জড়িয়ে রয়েছে মাকে হারানোর যন্ত্রণা। জন্মদিনের রাতে কেক কাটতে না পারার দুঃখ, বিবিয়ানি আর চেলো কাবাব খাওয়ানো সুযোগ না পাওয়ার কষ্ট, মা ভাল আছে কিনা জানেন না তবুও তাঁর ভাল থাকার প্রার্থনা করেছেন তন্বী। কষ্টির মাঝেও অতীতে মায়ের জন্মদিন পালনের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছেন তন্বী।
/indian-express-bangla/media/post_attachments/dd065d83-73d.jpg)
রিল পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'খুব ইচ্ছে করে জড়িয়ে তোমায় ধরি, ও মা …'। ইনস্টা স্টোরিতেও হ্যাপি বার্থডে লিখে মায়ের ছবি পোস্ট করেছেন। আজকের দিনে তন্বীর কাছের মানুষ ও প্রিয়জনেরাও তাঁর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই ছবিগুলোও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে মিঠাই খ্যাত তোর্ষা ওরফে তন্বী লাহা রায়।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতেই মায়ের মৃত্যুর খবর দিয়েছিলেন। নিজের হাতের উপর মায়ের হাত রেখে পোস্ট শেয়ার করেছিলেন তন্বী। নিয়ম মেনে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় কাজ করেন। সেই মুহূর্তগুলোও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তন্বী লাহা রায়।