New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/tanushree-759.jpg)
সৃজিতের পরের ছবিতে দেখা যেতে পারে তনুশ্রী চক্রবর্তীকে। ফোটো- ইনস্টাগ্রাম
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় গুমনামী ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তনুশ্রী। সদ্য শেষ হয়েছে 'গুমনামী'-র শুটিং। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সামনে আসেনি একথা।
সৃজিতের পরের ছবিতে দেখা যেতে পারে তনুশ্রী চক্রবর্তীকে। ফোটো- ইনস্টাগ্রাম
সম্প্রতি রাজা চন্দের পরিচালনায় 'প্রতিঘাত' ছবির কাজ শেষ করেছেন তনুশ্রী চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে টলিউডের ফার্স্টবয়ের ছবিতে দেখা যাবে তাঁকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় গুমনামী ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তনুশ্রী। সদ্য শেষ হয়েছে 'গুমনামী'-র শুটিং। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও সামনে আসেনি একথা।
কাকাবাবুর আগেই যে গুমনামী কাজে হাত দেবেন সৃজিত একথা জানা ছিল আগেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে। ১৯৭০ সাল নাগাদ উত্তরপ্রদেশে আর্বিভাব ঘটে গুমনামী বাবার। অনেকে বলতে শুরু করেন, এই বাবা আসলে নেতাজী সুভাষচন্দ্র বোস। তাঁর সঙ্গে নেতাজীর আদলের মিল পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বলেন, আজাদ হিন্দ ফৌজের কিছু চিঠিপত্রও পাওয়া গিয়েছে তাঁর কাছে। এই রহস্যে মোড়া গুমনামী বাবাকেই পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।
View this post on InstagramWishing you a v happy birthday #Raja da
A post shared by Tnusree C (@tonushree_10) on
আরও পড়ুন, কাঁটাতার পেরিয়ে সম্পর্কের জালে রাইমা
আপাতত হাতে অনেকগুলো কাজ অভিনেত্রীর। পায়েল ও সোহমের সঙ্গে রাজা চন্দের ছবির ডাবিং চলছে। এদিকে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের সামসারা-র ট্রেলারও বেরিয়ে গিয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তর্ধান ছবিতে কাজ করছেন তনুশ্রী। অরিন্দম ভট্টাচার্যের এই থ্রিলারে মুখ্য চরিত্রে রয়েছেন নায়িকা। সব মিলিয়ে বেশ ব্যস্তই তনুশ্রী চক্রবর্তী।