Celebrities Funeral: সত্যজিৎ থেকে উত্তম কুমার-সুচিত্রা, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কোন তারকাদের?

Celebrities funeral: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বহু স্বনামধন্য তারকাদের। সেই তালিকায় রয়েছেন কোন কিংবদন্তীরা?

Celebrities funeral: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বহু স্বনামধন্য তারকাদের। সেই তালিকায় রয়েছেন কোন কিংবদন্তীরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কাদের

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কাদের

Celebrities funeral at Keoratola Mahasashan কেওড়াতলা মহাশ্মশান কলকাতার একটি বৃহৎ ও অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশানঘাট। দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে কালীঘাট মন্দিরের অদূরে আদিগঙ্গার বাম তীরে এই শ্মশান অবস্থিত। কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়। বাংলার বহু স্বনামধন্য সেলিব্রিটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেই তালিকায় রয়েছেন মহানায়ক উত্তম কুমার থেকে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায় সহ আরও অনেকেই।

Advertisment

উত্তম কুমার

সালটা ছিল ১৯৮০। সেই বছরের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে জীবনাবসান হয় মহানায়ক উত্তম কুমারের। শেষকৃত্য সম্পন্ন হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে। তাঁর শেষকৃত্যে বহু মানুষ ও চলচ্চিত্র জগতের শিল্পীরা অংশ নিয়েছিলেন। 

Advertisment

সুচিত্রা সেন

২০১৪ সালের ১৭ জানুয়ারি সকাল ৮টা বেজে ২৫ মিনিটে কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মহানায়িকা সুচিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুচিত্রার। 

সুপ্রিয়া দেবী

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের তারকা সুপ্রিয়া দেবী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে হয় সুপ্রিয়া দেবীর শেষকৃত্য। দেওয়া হয় গান স্যালুট। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টালিগঞ্জের অন্যান্য কলাকুশলীরা। কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

সৌমিত্র চট্টোপাধ্যায়

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড আক্রান্ত হয়ে কলকাতার বেল ভিউ ক্লিনিকে ভর্তি হওয়ার ৪০ দিন পরে মারা যান। কেওড়াতলা শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় পর্দার 'অপু'-কে। 

সত্যজিৎ রায়

দিনটা ছিল ১৯৯২ সালের ২৩ এপ্রিল। চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। শেষকৃত্য অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের স্মৃতিতে গান, কবিতা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছিল। কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলিন হয়েছিলেন প্রবাদপ্রতীম এই পরিচালকের দেহ। 

উমা দাশগুপ্ত

উমা দাশগুপ্ত, যিনি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন। ক্যানসার আক্রান্ত হয়ে ২০২৪ -এর ১৮ নভেম্বর কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উমা দাশগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে।

মৃণাল সেন

মৃণাল সেন ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। ২০২৮ সালের ৩০ ডিসম্বর ৯৫ বছর বয়সে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে। 

সন্ধ্যা মুখোপাধ্যায়

২০২২-এর জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে এসএসকেএম হাসপাতলে ভর্তি করা হয় তাঁকে। তখন শারীরিক পরীক্ষার সময় জানা যায় তিনি কোভিড আক্রান্ত। হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে ১৫ ফেব্রুয়ারি নিভল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবন প্রদীপ। কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদা শেষকৃত্য সম্পন্ন হয়। 

হেমন্ত মুখোপাধ্যায়

১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে থেমেছিল কণ্ঠ। কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হিন্দি সংগীতের দুনিয়ায় হেমন্ত কুমার নামে পরিচিত ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে যে সকল বিশিষ্ট ব্যক্তিত্বদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁদের মধ্যে অন্যতম হেমন্ত মুখোপাধ্যায়। 

ঐন্দ্রিলা শর্মা

বর্তমান প্রজন্মের অভিনেত্রী ছিলেন ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান। কেওড়াতলা মহাশ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ঐন্দ্রিলার। 

আরও পড়ুন মাকে নিয়ে বাংলা ছবিতে আবেগঘন ডায়লগ যা কোনদিন ভোলা যাবে না, জানেন কোনগুলো?

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Bengali Song Bengali Singer Bengali Film Industry Keoratola Mahasashan