বর্তমান সময় দাঁড়িয়ে সিনেমার থেকেও Ott প্রেমী মানুষ বেশি। দিনের শেষে OTT তে গিয়ে মুঠোফোনে চোখ বুলিয়ে নেওয়া একেবারেই সোজা। এবং যে ধরনের কনটেন্ট সেখানে আসতে থাকে, OTT এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জুলাই মাসের শুরু হবে। কোন কোন কনটেন্ট গুলি এখনও না দেখলে চরম মিস করেছেন জানেন? এগুলো আগে দেখেছেন কিনা।
জুন মাসের শেষে রিলিজ করেছে এমন কয়েকটি কনটেন্ট, যেগুলি আনন্দ দিতে বাধ্য। তার মধ্যে এমন কয়েকটি রিলিজ করেছে, মানুষকে আনন্দ দিয়ে আসছে। ঝট করে দেখে নিন তো এই চারটে OTT কনটেন্ট মিস হল কিনা।
স্কুইড গেম ৩: স্কুইড গেমের ফাইনাল সিজন চলে এসেছে। সম্পূর্ণ হতাশা এবং আল্টিমেটাম এই সিরিজ। খেলোয়াড়দের কে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে এই সিরিজে, যে প্রতিটি রাউন্ডের সঙ্গে সমস্যা এবং বেঁচে থাকার সম্ভাবনা কমেছে। কিন্তু এই সিরিজের শেষ ভাগ, পরিচালক যা করলেন, তাতে চমকে যেতে হয়। রোমাঞ্চ থেকে শুরু করে বিশ্বাসঘাতকতা কে ঘিরে এই সিরিজ। এই সিরিজ না দেখলে বিরাট বড় মিস করেছেন।
Rimjhim Mitra: ট্রেনের বাথরুমে ২০ মিনিট আটকে রাখা হয়েছিল রিমঝিমকে, …
দ্যা ব্রুটালিস্ট: ব্র্যাডি করবেট পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি। যুদ্ধোত্তর ইউরোপ থেকে পালিয়ে আসা একজন প্রতিভাবান স্থপতির চরিত্রে অভিনয় করেছেন। দূরদর্শী স্থপতি আমেরিকায় আসেন তার জীবন, তার ক্যারিয়ার এবং তার বিবাহিত জীবন ঠিক করার জন্য। একটি অদ্ভুত নতুন দেশে তিনি পেনসিলভেনিয়ায় বসতি স্থাপন করেন, যেখানে একজন ধনী এবং বিশিষ্ট শিল্পপতি তার প্রতিভাকে স্বীকৃতি দেয়। এই সিরিজ দেখা যাবে জিও হটস্টারে।
পঞ্চায়েত সিজন ৪: এই সিরিজের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এবং শেষে দেখা যায়, পঞ্চায়েত সিজন ৪ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও, এবারে সিজন ঠিক জমানো সম্ভব হয়নি। কোথাও যেন নির্বাচনের আধারে, ফুলেরা গ্রামের সারল্য মিস হয়ে গেছে। কিন্তু এই সিজনে যাকে নিয়ে কথা না বললেই নয়, তিনি হলেন বিধায়ক জি এবং বিনোদ। কিন্তু, গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আসলে গ্রামে গ্রামে কি হয় তার জন্য এক পরিস্ফুট ঝলক পাওয়া গেছে এই সিরিজে।
রেইড ২: রেইড ২-এর মাধ্যমে অজয় দেবগন অদম্য আইআরএস অফিসার অময় পট্টনায়েকের ভূমিকায় ফিরেছেন। রাজ কুমার গুপ্ত পরিচালিত, রেইড ২ পট্টনায়েকের গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছে। ছবিতে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, বাণী কাপুর, রজত কাপুর এবং সৌরভ শুক্লা।