Top 5 actors who runs Business: যে সমস্ত তারকারা অভিনয়ের সঙ্গে জড়িত, তাঁরা কি শুধুই অভিনয় করেন? নাকি পাশাপাশি অন্যান্য কাজও করেন। একবার নাম-ডাক হয়ে গেলে সেই তারকাদের নানা ধরণের কাজে মনোযোগ দিতে দেখা যায়। শুধু তাই নয়। কেউ কেউ তো সরকারি চাকরিও করেন। কেউ আবার কলেজের প্রফেসর। শুধু অভিনয় দক্ষতা নয়, তাঁদের নানা ধরণের পেশার পরিচয় মাঝেমধ্যেই মেলে। আর ব্যবসা তো বটেই।
বহুবার, তারকারা নিজেদের ব্যবসার কারণে ফেঁসেছেন। সমলোচনার শিকার পর্যন্ত হয়েছেন। কিন্তু, তারকারা নানাক্ষেত্রে ব্যবসা করে থাকেন আজও। এবং সেগুলি নামমাত্র টাকার ব্যবসা নয়, বরং কোটি কোটি টাকার ব্যবসা। সেই ব্যবসায় তাঁরা বেশ সফল। কে কোন ব্যবসা করেন জানেন?
পারুল গুলাটি/ নিশ হেয়ারঃ সার্ক ট্যাঙ্কে এসেছিলেন তিনি। নিজেকে নিশ হেয়ারের মালকিন বলে পরিচয় দিয়েছিলেন। অভিনেত্রী পারুল গুলাটি ২০০৯ সালে ইয়ে পেয়ার না হোগা কাম-এর পর অনেক টিভি শো এবং পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের কয়েকটি সিনেমার পাশাপাশি শো হক সে-তে একটি পরিচিত মুখও তিনি। চুল পড়া, অ্যালোপেসিয়া এবং চুল পাতলা হয়ে যাওয়া লোকদের সহায়তা করার লক্ষ্যে তিনি ২০১৭ সালে ভারতের প্রথম ডিআইওয়াই হেয়ার এক্সটেনশন সংস্থা নিশ হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন। সুত্র মারফর খবর, তাঁর স্টার্ট-আপের মোট সম্পত্তি প্রায় ৫০ কোটি টাকা।
রনিত রায়/ সিকিওরিটি সংস্থাঃ তিনি বালাজি টেলিফিল্মসের কসৌটি জিন্দেগি কে-তে আইকনিক মিঃ ঋষভ বাজাজের চরিত্রে, কিউকি সাস ভি কভি বহু থি মিহির বিরানীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এসস্কোয়াড সিকিউরিটি সার্ভিসেস এলএলপি) মালিক। বর্তমানে সলমন খান, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, আমির খান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চেয়ারম্যান ও সাবেক কমিশনার ললিত মোদি ও তার ছেলে রুচির মোদির মতো বলিউড অভিনেতারা তাঁর সংস্থার তরফে সাহায্য এবং সেবা পান। সইফ আলি খান তাঁর সঙ্গে হওয়া দুর্ঘটনার পর রনিতের কাছে গিয়েছিলেন। moneymint.com- তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৯ কোটি টাকা।
Rachana Banerjee: শিলিগুড়িতে ফ্লোর থেকে উধাও রচনা! জানা গেল আসল রহস্য...
আশকা গরাদিয়াঃ কুসুম ধারাবাহিকে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। ২০১৮ সালে বিয়ার্ডো সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্ক শাহ এবং আশুতোষ ভালানির সাথে তার বিউটি ব্র্যান্ড - রেনি কসমেটিকস চালু করেছিলেন। হিন্দুস্তান টাইমস অনুসারে, ব্র্যান্ডটি মহামারী চলাকালীন বিখ্যাত হয়ে ওঠে এবং ২০২২ সালে ১০০ মিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে।বর্তমানে সেই টাকা ১৫৫কোটিতে গিয়ে ঠেকেছে। বিগ বস সহ বেশ কয়েকটি বিখ্যাত টিভি শোতে প্রতিযোগী ছিলেন তিনি।
রবি-শরগুন মেহেতা/ প্রোডাকশনঃ টেলিভিশন অভিনেত্রী সরগুন মেহতা এবং তার স্বামী রবি দুবে টিভি শো ১২/২৪ করোল বাগে একসাথে কাজ করেছিলেন - এবং সেখান থেকেই তাঁদের প্রেম শুরু হয়, অবশেষে ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন। এই পাওয়ার কাপল 'ড্রিমিয়াটা' নামে একটি সফল প্রোডাকশন হাউস খুলেছিলেন। তারা ভে হানিয়ানের মতো সংগীত অ্যালবামের পাশাপাশি দিল কো রফু কর লে থেকে লাভ্লি লোলার মতো বেশ কয়েকটি শো প্রযোজনা করেছেন। তাদের সম্মিলিত নেট মূল্য আনুমানিক ১২২ কোটি টাকা।
Actor Recalls Death Defying scene: 'মাথার খুলি এফোঁড় ওফোঁড় হয়ে যেত…
রণবিজয় সিংঃ রোডিজ এবং স্প্লিটসভিলার মতো জনপ্রিয় রিয়েলিটি টিভি শোয়ের সাথে যুক্ত রণবিজয়, সলমন খান অভিনীত লন্ডন ড্রিমস দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। বাইক চালাতে ভালোবাসেন বলে ২০১২ সালে একটি বাইক মডিফিকেশন আউটলেট প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও মিসম্যাচের সবকটি সিরিজে তাঁকে দেখা গিয়েছে।