Top 5 OTT Actors in Bollywood: সোনার চামচ মুখে নিয়ে জন্মেও অনেক তারকাই নিজের ক্যারিশ্মা দেখাতে পারেন না। সিল্ভার স্ক্রিনে তাঁদের ফ্লপ বলে দাগিয়ে দেওয়া হয়। আবার কেউ কেউ এমন আছেন, যারা সুযোগের অভাবে অনেককিছুই করে উঠতে পারছিলেন না। কিন্তু, OTT...এমন এক মাধ্যম যা বহু অভিনেতার জীবন বাঁচিয়ে দিল। বিস্তৃত কন্টেন্ট সঙ্গে নানা ধরণের মনে রাখার মত চরিত্র এবং বলা উচিত ভিন্ন সব রোল - রূপোলী পর্দায় যা দেখানোর সুযোগ নেই, কিন্তু OTT- সেই সব রোলকে দারুণ ভালবাসা দিয়েছে।
বলা উচিত, এমন সব চরিত্রে অভিনয় করা মানুষগুলি ধীরে ধীরে OTT-র কিং হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তাঁদের কেরিয়ারে যে OTT দারুণ খেল দেখিয়েছে, একথা বলাই উচিত। যদিও বা এখন, সেই তারকাই জনপ্রিয়তার শিখরে, যিনি দারুণ সব কনটেন্ট বিশেষ করে OTT-তে উফার দিয়েছেন।
আরও পড়ুন - actor Son Burn: ভয়াবহ দুর্ঘটনা! আগুনে পুড়ে সাংঘাতিক অবস্থা সুপারস্টারের ৮ বছরের ছেলের
ববি দেওলঃ ধর্মেন্দ্র পুত্র ববির ( Bobby Deol ) সোলজার সোলজার গানটা অনেকেই মনে রাখলেও তাঁকে অভিনয়ের পাতা থেকে অনেকেই মুছে ফেলেছিলেন। কিন্তু, আশ্রম তাঁকে আবারও খ্যাতি পাওয়ার সুযোগ করে দিল। কাশিপুর ওয়ালে নিরালা বাবা মন জয় করে নিয়েছিলেন সকলের। এমন এক আশ্রম- যা বদনামের শেষ সীমানায় - এই সিরিজ ববির কেরিয়ারে যে একটু হলেও মোড় ঘুরিয়েছে, সেকথা বলাই যায়।
পঙ্কজ ত্রিপাঠীঃ এই অভিনেতাকে OTT-র কিং বলা যেতে পারে। Sacred Games-থেকে মির্জাপুর, মার্ডার মুবারাক, ক্রিমিনাল জাস্টিস - একের পর এক সিরিজে অভিনয় করে তিনি তাক লাগিয়েছেন। কখনও ঘাড় হেলিয়ে তিনি বাজিমাৎ করেছেন, আবার কখনও নিজের দৃষ্টি দিয়ে। পঙ্কজ ( Pankaj Tripathi ) যে OTT-র জন্য দারুণ জনপ্রিয়, একথা বলাই যায়।
বিক্রান্ত মাসেঃ মির্জাপুর এবং 12th Fail এর পর তাঁকে OTT স্টার বলা যেতেই পারে। তিনি দারুণ জনপ্রিয়তার শিখরে এখন। যদিও সবরমতী রিপোর্টে এর পর বিক্রান্ত ( Vikrant Massey ) নাকি অভিনয় ছেড়ে দেবেন এমনটাই জানিয়েছিলেন।
আরও পড়ুন - Rii Kolkata Actress: মোক্ষম পরামর্শ পেয়েছিলেন, ঋ-কে আগেভাগেই সতর্ক করেছিলেন অভিনেত্রী?
জিতেন্দ্র কুমারঃ ফুল্লেরার সচিব জিতেন্দ্র কুমার ( Jitendra Kumar ), তাঁর তো গোটা কেরিয়ার প্রায় OTT-র ওপর নির্ভর করে। কোটা ফ্যাক্টরি হোক, কিংবা পঞ্চায়েত, কিংবা জাদুগর - তিনি OTT-র রাজা এটুকু বলা যায়।
মনোজ বাজপায়ীঃ যদিও সিল্ভার স্ক্রিন তিনি কাঁপিয়েছেন বহুদিন, সত্য তাঁর অন্যতম সেরা ছবি। কিন্তু OTT মুখ্য ভুমিকায় মনোজকে ( Manoj Bajpayee ) যে ধরণের চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে, তা নিদারুণ। অভিনেতা, বারবার নিজেকে নানা চরিত্রে প্রমাণ করেছেন। ফ্যামিলি ম্যান হোক কিংবা ভাইয়া জি, তিনি সমস্ত চরিত্রে দারুণ সাবলীল। তাঁকেও যে OTT-র রাজা বলা যায়, তাতে কোনও সন্দেহ নেই।