Actress Rii Incident: অভিনেত্রী ঋ কে নিয়ে যে ধরনের কাণ্ড ঘটেছে, তাতে তিনি আলোচনার থেকে বেশি সমালোচনায় রয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে নিয়ে অভিযোগ উঠেছিল, সেদিন যে ঘটনা ঘটে তারপর সেখান থেকে তিনি পালিয়ে যান। কিন্তু, পরবর্তীতে তিনি জানান, এই ঘটনা চোখের সামনে দেখেন। তবে, জায়গা ছেড়ে পালিয়ে যাননি, বরং তাঁকে ওখানকার মানুষই সাহায্য করেছেন।
কিন্তু এই ঋকে নিয়ে এখন সমালোচনার পাহাড় যখন, তাঁর ব্যক্তিগত জীবনটা এক্কেবারে গল্পের মত। কার্যত, তিনি একাই থাকেন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে তিনি বলেছিলেন, তাঁর নতুন বাড়িতে একসময় সবাইকে ডাকবেন, কিন্তু যদিও বা সেই কাজ করা হয়নি। এমনিতে বেশ হাসিখুশি অভিনেত্রী, সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। কিন্তু, সোজাসুজি বলতে গেলে, তাঁকে বিয়ে না করার উপদেশ দিয়েছিলেন আরেক নায়িকাই। সেকথা সেই মঞ্চেই খোলসা করেছিলেন তিনি।
ঋ সেই নায়িকার সঙ্গে কাজ করেননি। কিন্তু, যতবার তাঁদের দেখা হয়েছে, ততবার সেই নায়িকা একটাই উপদেশ দিয়েছেন তাঁকে। আর তাতে বেশ হতাশ হয়েছেন ঋ। অভিনেত্রী, সেই ঘটনাই সকলের সামনে শেয়ার করেছিলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে। অভিনেত্রীকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন সোনালী। বর্তমানে যিনি মিত্তির বাড়িতে অভিনয় করছেন আদৃতের মায়ের ভূমিকায়। অভিনেত্রীর সঙ্গে সোনালীর ব্যাঙ্ককে দেখা, তারপর? ঋকে ধরে নিয়ে কী বলেছিলেন?
আরও পড়ুন - Rahul Banerjee on Thakurpukur Accident: 'সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ', ভয়ঙ্কর ক্ষুব্ধ রাহুল...
ঋ বলেন, "আমার সঙ্গে সোনালীর যেখানে দেখা হয়েছে, সেখানেই ও আমায় বলেছে যে শোন বিয়েটা করিস না। ভাল আছিস, কিন্তু বিয়ে করিস না। পাল্টা উত্তরে ঋ বলেন, যদি বাচ্চা চাই তো..? এরপরও সোনালী একই কথা বলে যান, বিয়ে করিস না।" অভিনেত্রীর এই কথায় হেসে ওঠেন সকলেই। এমনকি রচনা বন্দোপাধ্যায় নিজেও সেই হাসি থামাতে পারলেন না। কিন্তু, বর্তমানে অভিনেত্রী ট্রমায় আছেন। সেই দূর্যটনা চোখের সামনে দেখে যেন তিনি স্তম্ভিত। ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছে তাঁর।
প্রসঙ্গে, সেই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর তাঁকে কোর্টে তোলা হবে।