Uttam Kumar Top 5 Romantic Movie: রোম্যান্সের রাজপুত্র! উত্তম অভিনীত স্বর্ণযুগের সেরা ৫ প্রেমের ছবি

Uttam Kumar Romantic Movie: ভালোবাসার কালজয়ী মুখ-রূপোলি পর্দায় প্রেমের কবি। তিনি নান আদার দ্যান মহানায়ক উত্তম কুমার। আর তিনি যখন হৃদয়ের বাদশা, তখনই পর্দায় জমে ওঠে উত্তমকুমার ও বাংলার রোম্যান্স। মহানায়কের মত্যুদিনে ফিরে দেখা উত্তম অভিনীত সেরা পাঁচ বাংলা সিনেমা।

Uttam Kumar Romantic Movie: ভালোবাসার কালজয়ী মুখ-রূপোলি পর্দায় প্রেমের কবি। তিনি নান আদার দ্যান মহানায়ক উত্তম কুমার। আর তিনি যখন হৃদয়ের বাদশা, তখনই পর্দায় জমে ওঠে উত্তমকুমার ও বাংলার রোম্যান্স। মহানায়কের মত্যুদিনে ফিরে দেখা উত্তম অভিনীত সেরা পাঁচ বাংলা সিনেমা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
qwqw

রোম্যান্টিক উত্তম

Uttam Kumar: বাংলা সিনেমার ইতিহাসে 'মহানায়ক' উত্তম কুমার শুধু একজন অভিনেতাই নন প্রতিটি প্রজন্মের প্রজন্মের আবেগ, ভালোবাসা ও রোম্যান্সের প্রতীক। ১৯৫০ থেকে ১৯৮০, দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উত্তম কুমার উপহার দিয়েছেন একের পর এক চিরস্মরণীয় রোম্যান্টিক সিনেমা যা যুগে যুগে সমাদৃত। বাংলা ছবির বৃহৎ ক্যানভাস জুড়ে আজও রয়ে গিয়েছেন মহানায়ক উত্তমকুমার। তিনি সত্যিই এক ও অনন্য়।

Advertisment

আরও পড়ুন উত্তমকুমারের থেকে অটোগ্রাফের আবদার শর্মিলার, তারপর যা হয়েছিল...!! সেই গল্প শুনলে তাজ্জব বনে যাবেন

রুপোলি রাজপাটে না থেকেও অলক্ষ্যে থাকা এক বিরাট মহীরুহের নাম উত্তম কুমার। বাংলা সিনেমা, বাংলা ছবির দর্শকের মণিকোঠায় মহানায়ক একজন মহীয়ান। তাই তো তিনি সর্বোত্তম, বাংলা সিনেমার স্বর্ণযুগের ম্যাটিনি আইডল বা স্টার। বলাবাহুল্য, এই   বিশেষণগুলোর অগ্রপথিক খোদ উত্তমকুমার। সিলভার স্ক্রিনে উত্তমকুমারের গ্ল্যামার, দ্যুতির ছটায় স্বর্ণযুগের বাংলা ছবিতে এনে দিয়েছিলেন এক অন্য মাত্রা। 

Advertisment

আরও পড়ুন শুধু 'মহানায়ক'-ই নন দুর্দান্ত টেনিস খেলোয়ারও, উত্তমকুমারের মৃত্যুদিনে জেনে নিন অজানা গল্প

২৪ জুলাই, উত্তম কুমারের মৃত্যুদিনে মহানায়ক অভিনীত সেরা পাঁচটি রোম্যান্টিক বাংলা সিনেমা, যা আজও দর্শকের হৃদয়ে অমলিন। দেখে নিন টপ ফাইভ রোম্যান্টিক 'উত্তম' ছবির তালিকা। ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল উত্তম কুমার অভিনীত হারানো সুর। অজয় করের নির্দেশনায় উত্তম-সুচিত্রা অভিনীত সেই অনবদ্য রসায়ন এই ছবিকে বাংলা রোম্যান্সের ইতিহাসে অমর করে রেখেছে। রোম্যান্টিক মুভির তালিকায় রয়েছে আরও একটি সিনেমা সপ্তপদী। অজয় কর পরিচালিত সপ্তপদীতে উত্তম-সুচিত্রার সেই প্রেমের দৃশ্যগুলো আজও দর্শকের চোখে জল আনে। 

আরও পড়ুন দাম্পত্য কলহ-মদ্যপানে আসক্ত, কেরিয়ারের মধ্যগগনে থেকেও সন্ন্যাস গ্রহণ! অভিনেতার কাহিনি শুনলে চোখে জল আসবে

১৯৬৮-তে মুক্তি পেয়েছিল আরও একটি রোম্যান্টিক মুভি চৌরঙ্গী। 'সত্য সদানন্দ' নামের হোটেল ম্যানেজারের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। তিনি প্রেমে পড়ে যান একজন উচ্চবিত্ত মহিলার। শ্রেণিবিভাজন ও আবেগের দ্বন্দ্বে গাঁথা এই প্রেমের কাহিনি দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। ১৯৭৬-এ জয়া ভাদুড়ীর সঙ্গে জুটি বেঁধে উত্তম অভিনীত আরও একটি রোম্যান্টিক হিট নয়নমণি। টপ ফাইভ রোম্যান্টিক সিনেমার তালিকায় নিঃসন্দেহে থাকতে পারে অগ্নিশ্বর। অনিল গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার জুটির নিঃস্বার্থ ভালোবাসার চিত্রায়ন দর্শকের হৃদয়ে গাঁথা।

Uttam Kumar Bengali News