5 Upcoming Web Series On July: কারও পছন্দ উদ্দাম রোম্যান্স তো কারও আবার ভাল লাগে ধুন্ধুমার অ্যাকশন। ওয়েব সিরিজের জমানায় মানুষ বিশেষে এক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তাঁদের কাছে জনপ্রিয়। কোভিড পরবর্তী পরিস্থিতিতে শাখা-প্রশাখার মতো বিস্তৃতি লাভ করেছে ওয়েব প্ল্য়াটফর্মগুলো। মুঠোফোনে ওয়েব সিরিজ দেখেই অবসরযাপন করেন অনেকেই। যাঁরা ওয়েব সিরিজের ভক্ত তাঁরা মাসের শুরুতেই ওয়েব সিরিজ দেখার প্রাথমিক একটা লিস্ট বানিয়ে ফেলে। জুলাই মাসেও সিরিজপ্রেমীদের জন্য রয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সনি লিভ এবং জি৫-এর মতো ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজগুলি। এক নজরে দেখে নেওয়া যাক জুলাইয়ের সিরিজ।
বিচ এক্স রিচ
যাঁরা K-ড্রামা দেখতে ভালবাসেন তাঁদের জন্য সুখবর। জনপ্রিয় কোরিয়ান টিন-থ্রিলার সিরিজ 'বিচ এক্স রিচ' -এর স্ট্রিমিং শুরু হবে। নেটফ্লিক্সে দ্বিতীয় সিজন ৩ জুলাই থেকে দেখা যাবে। এবারের পর্বে দেখা যাবে চেওংডাম ইন্টারন্যাশনাল হাই স্কুলের অভিজাত সমাজব্যবস্থায় চরম ভাঙনের কাহিনি। ক্ষমতার শীর্ষে থাকা ডায়মন্ড ৬-এ জায়গা করে নিয়েছেন কিম হে ইন। যিনি একজন সাধারণ, সুবিধাবঞ্চিত পটভূমি থেকে উঠে আসা ছাত্রী। গল্পে আরও দেখা যাবে দুটি হত্যাকাণ্ড, যার প্রত্যক্ষদর্শী কিম হে ইন স্বয়ং। প্রথম সিজনের পর থেকেই দর্শকদের মধ্যে সিজন ২ নিয়ে কৌতূহল ছিল একেবারে তুঙ্গে। সিরিজটি পরিচালনার দায়িত্বে মিন জি ইয়ং আর অভিনয়ে লি ইউন জং, ইউ জং হু, হান জি হা সহ আরও অনেকে।
আরও পড়ুন ছোট পর্দার 'খুকুমণি' এবার ওয়েবে, রহস্য-রোমাঞ্চে মোড়া রোমহর্ষক বাংলা সিরিজে কোন চরিত্রে দীপান্বিতা?
দ্য স্যান্ডম্যান সিজন ২
নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে ফিরছে টম স্টারিজ অভিনীত জনপ্রিয় ডার্ক ফ্যান্টাসি সিরিজ 'দ্য স্যান্ডম্যান'। নতুন এই সিজনে দেখা মিলবে বোয়েড হোলব্রুক ও ভিভিয়েন অ্যাচ্যাম্পংয়ের। এই পর্বে দর্শক দেখবে রহস্য, ভ্রমণ, পুরোনো বন্ধুত্ব ও গুরুতর দায়িত্ব নিয়ে মর্ফিয়াসের নতুন আবিষ্কার। ৩ জুলাই থেকে 'দ্য স্যান্ডম্যান' সিজন ২ নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে। জেমি চাইল্ডস পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন টম স্টারিজ, বোয়েড হোলব্রুক, ভিভিয়েন অ্যাচ্যাম্পং, প্যাটন ওসওয়াল্টসহ আরও অনেকে।
দ্য হান্ট: দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ 'দ্য হান্ট: দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস'। পরিচালনার দায়িত্বে নাগেশ কুকুনুর। ১৯৯১ সালের নির্বাচনী প্রচারসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা অবলম্বণে তৈরি করা হয়েছে এই সিরিজ। ভারতীয় ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হত্যাকাণ্ডের নেপথ্য গল্প উঠে আসবে এই সিরিজে। ৪ জুলাই থেকে সোনি লিভে শুরু হবে স্ট্রিমিং । অভিনয় করেছেন অমিত সিয়াল, সাহিল ভেদ, দানিশ ইকবাল, সৌরভ দুবে সহ আরও অনেকে।
স্পেশাল অপস সিজন ২
জনপ্রিয় অ্যাকশন থ্রিলার 'স্পেশাল অপস' সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ফের হাজির হচ্ছেন কেকে মেনন। হিম্মত সিংহ চরিত্রে আবারও দেখা যাবে তাঁকে। সাইবার আক্রমণের বিরুদ্ধে মোকাবিলা করবেন কেকে মেনন। এর এক ঝলক এরই মধ্যে ট্রেলারে দেখানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্ধকার সম্ভাবনা এবং ইউপিআই ব্যাংকিং সিস্টেমসহ ভারতের ডিজিটাল আর্থিক পরিকাঠামোর ওপর হামলা ঠেকাতে কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন। নিরজ পাণ্ডের পরিচালনায় এই পর্বে কেকে মেননের সঙ্গে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে। জিও হটস্টারে সিরিজটি দেখা যাবে ১১ জুলাই থেকে।
আনটেমড
নেটফ্লিক্সের নতুন মিনি সিরিজ 'আনটেমড'। স্ট্রিমিং শুরু ১৭ জুলাই থেকে। ছয় পর্বের এই থ্রিলার সিরিজটি তৈরি করেছেন মার্ক এল স্মিথ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন এরিক বানা। 'কাইল টার্নার' নামক বিশেষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি।
আরও পড়ুন কখনও ছকভাঙা গল্প তো কখনও আবার পারিবারিক সম্পর্কের ভাঙন! এই ৫ টি সিরিজ দেখলে ইমোশনাল হয়ে পড়বেন