Horror Movies For Today's Night:কেউ পছন্দ করেন দম ফাটা হাসির গল্প তো কেউ আবার ভালবাসেন রোম্যান্টিক কমেডি। অনেকে আবার রোম্যান্টিক বা অ্যাডভেঞ্চার মুভি দেখতে একটু বেশি পছন্দ করেন। ব্যক্তি বিশেষে পছন্দটা আলাদা। ভিন্ন স্বাদের ছবির প্রতি দর্শকের আকর্ষণ থাকে। এক একজনের এক এক রকম ঘরানার সিনেমার প্রতি ঝোঁক থাকে। হরর মুভি পছন্দ করে এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। হলিউড থেকে বলিউড এমনকি বাংলাতেও তৈরি হয়েছে গা ছমছম করা ভূতের গল্প। হাড় হিম করা সেই ভয়ের আবহে রাতেরবেলা শরীরে জাগে শিহরণ। জানালার দিকে তাকালেই মনে হয়...এক নজরে দেখে নেওয়া যাক এমন কয়েকটি ভূতের সিনেমা যা শনিবার রাতেই দেখতে পারেন।
শনিবার মানেই সপ্তাহান্ত। রবিবার ছুটির দিনে সকালে ঘুম থেকে ওঠার কোনও তাড়া নেই। তাই রাতে বিছানায় শুয়ে উইকএন্ডে ভূতুরে ছবি এনজয় করার পারফেক্ট টাইম। তাহলে আর দেরি কীসের? ঝটফট এই লিস্ট থেকে বেছে নিন আজক রাতে কোন হরর মুভিটি দেখবেন। হলিউডে তো হরর মুভির ছড়াছড়ি। অনেকেরই পছন্দ কনজুরিং। হাড় হিম করা এই ভয়ের সিনেমা দেখলে রাতের ঘুম উড়ে যাবে। অনেকের তো এই সিনেমা দেখার সাহসটাই হয় না। তবে যাঁরা হরর মুভি দেখতে ভালবাসেন তাঁদের জন্য এটি নিঃসন্দেহে পারফেক্ট চয়েজ।
অনেকে আবার দক্ষিণী ছবির ভক্ত। একাধিক হাড় হিম করা ভূতের সিনেমা রয়েছে যা বিভিন্ন সময় বাংলা ও হিন্দিতে ডাব করা হয়েছে। সেই তালিকায় রয়েছে রাজমহল। দক্ষিণী ভাষায় তৈরি মূল ছবির বাংলা ও হিন্দি সংস্করণ করা হয়েছে। আরও একটি দক্ষিণী হরর মুভি অরুন্ধতী। যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনুষ্কা শেট্টি। পরে এই ছবিটির হিন্দি ভার্শন ভুলভুলাইয়া ও বাংলা সংস্করণ অরুন্ধতী নামেই মুক্তি পেয়েছিল। যার যে ভাষায় পছন্দ উইকেন্ডের রাতে এই হরর মুভিগুলি দেখতে পারেন। হিন্দিতেও ভুতের গল্প তৈরি হয়েছে। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় রাজ-এর কথা। দিনো মরিয়া ও বিপাশা বসু অভিনীত রাজ দেখলে আজও গায়ে কাঁটা দেয়। হিন্দিতে রয়েছে আরও একটি ভয়ের গল্প, 'রাত'।
যাঁরা প্রপার হিন্দি হরর মুভি দেখতে চান তাঁরা আজ রাতে দেখতে পারেন রাজ। হলিউড, দক্ষিণী, হিন্দির পর এবার আসা যাক বাংলায়। এখানের গল্পেও থাকে ভয়ের আবহ। যেমন সব ভূতুরে। যদি হরর কমেডি দেখতে চান তাহলে দেখতে পারেন ভূতের ভবিষ্যৎ। এবার আপনার পছন্দ আপনি কোন ভাষায় কোন হরর মুভির সঙ্গে শনিবার রাত এনজয় করবেন।
আরও পড়ুন সান্ধ্যকালীন বৃষ্টিতে ফুরফুরে মন! এই ৫ ওয়েব সিরিজ দেখে রাতে হয়ে যেতে পারেন আরও রোম্যান্টিক