/indian-express-bangla/media/media_files/2025/05/23/XRLlJHH8u2EHNR9HBn9p.jpg)
এই ৫ ওয়েব সিরিজ দেখে হয়ে যেতে পারেন আরও রোম্যান্টিক
Romantic Bengali Web Series: বিনোদনের লেটেস্ট মাধ্যম বলতে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম। সিনেমা-সিরিজ সবটাই মুঠোফোনে বন্দি। মন খারাপ থাকলে যেমন দুঃখের সিনেমা-সিরিজ দেখতে দর্শক ভালবাসেন তেমনই আবার মন যখন ফুরফুরে, খানিক উত্তেজিত তখন পছন্দ রোম্যান্টিক সিরিজ। শুক্রের সন্ধ্যায় শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ঝোরো হাওয়া। ক্ষণিকের বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমার রাস্তাঘাট। ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও মন মেতেছে রোম্যান্সের মোহে! আবহাওয়া যখন এমন সুন্দর, তখন দেরি না করে মনের চাহিদা মেটাতে দেখে ফেলুন এই পাঁচটি রোম্যান্টিক ওয়েব সিরিজ।
আরও পড়ুন কথা বলার ক্ষমতাটুকুও নেই, ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা! গুরুতর অসুস্থ অভিনেত্রী নুসরত
রোম্যান্টিক ওয়েব সিরিজের মধ্যে দেখতে পারেন হইচই প্ল্যাটফর্মের কালরাত্রি ও কালরাত্রি ২। রোম্যান্সে ভরপুর এই সিরিজ আপনার মনকে নিশ্চয়ই তৃপ্ত করবে। সৈরিতি বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্সের হাতছানি রোম্যান্টিক আবহাওয়ার সঙ্গে নিঃসন্দেহে পারফেক্ট ম্যাচ। তাই দেরি না করে আজ রাতেই দেখতে পারেন কালরাত্রি। হইচই প্ল্যাটফর্মেরই আরও একটি সিরিজ শ্রীকান্ত। যেখানে সোহিনী সরকার ও বিষভ বসুর উদ্দাম রোম্যান্স আপনার মনকে শান্ত করবে। জানলার বাইরে যখন ঠান্ডা হাওয়া বইছে তখন অন্ধকার ঘরে শ্রীকান্ত-রাজলক্ষ্মীর মাখমাখ প্রেম দেখতে নিশ্চয়ই ভাল লাগবে।
আরও পড়ুন পরিচালক সন্দীপের সঙ্গে বনিবনার অভাব! দীপিকার বদলে 'বাহুবলী' প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী
সোহিনী অভিনীত আরও একটি সিরিজ মন্দার। সেখানেও রয়েছে উষ্ণতার হাতছানি। সিরিজজুড়ে উষ্ণতা না থাকলেও দু-একটি দৃশ্যে সোহিনীর শারীরিক মিলনের দৃশ্য আপনার রাতকে করে তুলতে পারে আরও রোম্যান্টিক। একটু পিছনে ফিরে গেলে আজকের রাতের জন্য পারফেক্ট রোম্যান্টিক সিরিজ হতে পারে হ্যালো। রাইমা-প্রিয়াঙ্কার উদ্দাম রোম্যান্স, দোসর জয় সেনগুপ্ত। হইচই প্ল্যাটফর্মের এই রোম্যান্টিক সিরিজগুলো জাস্ট ফাটাফাটি। চারটি রোম্যান্টিক সিরিজের পর এবার আসা যাক পাঁচ নম্বরে। দেখতে পারেন লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই রোম্যান্টিক বাংলা ওয়েব সিরিজটিও তালিকাভুক্ত করতে পারেন।
আরও পড়ুন 'ওঁরা প্রায়ই আমার সঙ্গে...', কাজ পাওয়ার জন্য কম্প্রোমাইজের প্রস্তাব! বলিউড নিয়ে বিস্ফোরক সোফি