Tota 25th Wedding Anniversary: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা টোটা রায়চৌধুরী। নয়ের দশক থেকে একাধিক বাংলা ছবিতে তাঁর অভিনয় বারবার দর্শকের প্রশংসা অর্জন করেছে। বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করার পর প্রয়াত কিংবদন্তী পরিচালক ঋতুপর্ণ ঘোষের শুভ মহরৎ ছবিতে নন্দিতা দাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। চোখের বালিতেও ঋতুপর্ণ ঘোষের নির্দেশনায় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কাজ করেছেন টোটা রায়চৌধুরী। মুক্তির অপেক্ষায় 'চালচিত্র', 'ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্ক'। আসন্ন ছবির প্রচারে ব্যস্ত টোটা। এর মাঝেই বিবাহবার্ষিকী উদযাপন অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শর্মিলি রায়চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের ২৫ তম জন্মদিনের ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন টোটা রায়চৌধুরী।
টোটা সোশ্যাল মিডিয়ায় আবেগে ভেসে লিখেছেন, 'সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী...। তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানান ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি... ভালো বাসা। ২৫তম বিবাহবার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয় নিঃসৃত ভালবাসা নিও'। কফি মগ হাতে কোনও এক রেস্তোরায়ঁ বসা যুগলের ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন টোটা রায়চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেতা। বছর শেষে একসঙ্গে দুটি ছবির মুক্তি ঘিরে চূড়ান্ত ব্যস্ততা। সমাজমাধ্যমের পেজে সাদা-কালো ক্যানভাসে ছবি পোস্ট করে সেই বিষয়টা খুব ভাল করে বুঝিয়ে দিয়েছিলেন টোটা রায়চৌধুরী। ফেসবুকের ওয়ালে 'শেষের শুরু' ক্যাপশনে লিখেছিলেন, 'না, না; আমার শেষের নয়!! আপনারা যতদিন পাশে আছেন ততদিন কেউ আমায় শেষ করতে পারবে না। বছর শেষের কথা বলছি। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দুটো কাজ একসঙ্গে রিলিজ করবে। দুজন পরিচালকই, সৃজিত ও প্রতিম, অত্যন্ত প্রিয়'।
টোটার সংযোজন, 'দুই প্রযোজনা সংস্থাই, হইচই এবং ফ্রেন্ডস কমিউনিকেশন, ভীষণ পছন্দের। দুটো ছবিতেই, ভূস্বর্গ ভয়ংকর আর চালচিত্র, আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আজ থেকে চালচিত্র চলচ্চিত্রের প্রচার প্রক্রিয়া শুরু। তারই মাঝে পরিচালক-পত্নী, স্তুতি, যিনি এক পেশাদার চিত্রগ্রাহক, তিনি এই পোস্ট করা ক্যান্ডিড ছবিটি তুলে আমায় উপহার দিলেন'।