Advertisment
Presenting Partner
Desktop GIF

Tota Roy Chowdhury: 'বছর শেষে এই দুই চরিত্রের জন্য...', ৩১ ডিসেম্বর আবেগপ্রবণ পোস্ট 'ফেলুদা' টোটার

Tota Roy Chowdhury Post: বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেন টোটা রায় চৌধুরী। এক নজরে দেখে নেওয়া যাক কী লিখেছেন অভিনেতা।

author-image
Kasturi Kundu
New Update
Tota Roy Chowdhury: 'শেষ ১০ বছর কমার্শিয়াল ছবিকে গালাগাল!', বাংলা সিনেমার হাঁড়ির হাল নিয়ে বিস্ফোরক টোটা

৩১ ডিসেম্বর আবেগপ্রবণ পোস্ট 'ফেলুদা' টোটার

Tota Roy Chowdhury Year End Post: বাংলা ইন্ডাস্ট্রিতে ভিন্ন স্বাদের চরিত্রে তাঁর অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটে যায়। চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি। একটি ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে তো অন্যটি সিলভার স্ক্রিনে। তিনি নান আদার দ্যান টলিউডের ফেলুদা টোটা রায়চৌধুরী। সৃজিতের হাত ধরে ভূস্বর্গ ভয়ঙ্করে ফেলুদার গোয়েন্দাগিরিতে দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

Advertisment

অন্যদিকে প্রতিম.ডি.গুপ্তার চালচিত্রে পুলিশ অফিসারের ভূমিকাতেও টোটার অভিনয় দর্শকমহলে প্রশংসিত। বছরের শেষ দিনে একজন অভিনেতা হিসেবে তাঁর উপলব্ধির কথা শেয়ার করেছেন টোটা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। যেখানে এই দুটি ছবির জন্য পরিচালকদ্বয়কে ধন্যবাদ জানিয়েছেন। 

সৃজিত ও প্রতিমকে ধন্যবাদ জানিয়ে টোটা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'বছর শেষে এই দুই চরিত্রের জন্য আপনাদের অফুরান ভালবাসায় আমি আপ্লুত, কৃতজ্ঞ। অশেষ ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়কে। আমায় ফেলুদার মত আইকনিক চরিত্রে সুযোগ দেওয়ার জন্য। আর অকুণ্ঠ ধন্যবাদ জানাই প্রতিম.ডি.গুপ্তাকে। চালচিত্র ছবিতে আমায় কণিষ্ক চ্যাটার্জির মত এক বলিষ্ঠ চরিত্রে কাস্ট করার জন্য। সকল সহ অভিনেতা, সহ অভিনেত্রী ও কলাকুশলীবৃন্দদের জানাই  আন্তরিক ধন্যবাদ।'

Advertisment

পরিচালককে ধন্যবাদ জানানোর পাশাপাশি দুটি প্রযোজনা সংস্থার প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন টোটা। তাঁর সংযোজন, 'আমার দুই প্রযোজক হইচই ও ফ্রেন্ডস কমিউনিকেশনকে জানাই আমার অপার মুগ্ধতা।' সিনেমার সাফল্যের অনেকটা অবদান তো নির্ভর করে দর্শকের উপরই।

সে কথা তো অস্বীকার করার উপায় নেই। টোটা রায়চৌধুরীও দর্শকের প্রতি ভালবাসা জানিয়ে পোস্টের শেষে লিখেছেন, 'সর্বোপরি আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি'। টোটার পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন চালচিত্র পরিচালক প্রতিম.ডি.গুপ্তা।

কমেন্ট বক্সে টোটাকে ধন্যবাদ জানিয়েছে লেখেন, 'আমার স্বল্পদিনের ফিল্মি কেরিয়ারে তোনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। আশা করি নতুন বছরে আমাদের সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। তা সে অফ ক্যামেরাই হোক বা অন ক্যামেরা'। পরিচালকের কথায় মুগ্ধ হয়ে টোটার জবাব, 'ডিরেক্টর সাহেব, তোমার এই বার্তা আমার মন ছুঁয়ে গেল।' উল্লেখ্য, চালচিত্র ২-এর ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন পরিচালক প্রতিম। 

Bengali Film Industry Tota Roy Chowdhury Bengali Cinema Bengali Film Bengali Actor
Advertisment