টেলিপর্দায় আবার টোটা! 'শ্রীময়ী'-র জীবনের নতুন মানুষ

Sreemoyee: জল্পনার অবসান। শ্রীময়ী-র জীবনে কে আসতে চলেছে, সেই নিয়ে তীব্র কৌতূহল ছিল দর্শকের মনে। রোহিত সেন চরিত্রে এলেন টোটা রায়চৌধুরী।

Sreemoyee: জল্পনার অবসান। শ্রীময়ী-র জীবনে কে আসতে চলেছে, সেই নিয়ে তীব্র কৌতূহল ছিল দর্শকের মনে। রোহিত সেন চরিত্রে এলেন টোটা রায়চৌধুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
Tota Roy Chowdhury in Star Jalsha Sreemoyee

'শ্রীময়ী'-র লুকে টোটা। ছবি: স্টার জলসা-র প্রোমো থেকে

প্রায় মাস কয়েক আগে স্টার জলসা-র 'অলৌকিক না লৌকিক' ধারাবাহিকের একটি গল্পে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেটাকে ঠিক টেলিপর্দায় কামব্যাক বলা যায় না পুরোপুরি। প্রায় চার বছর পরে টেলি-ধারাবাহিকে ফিরছেন টোটা রায়চৌধুরী-- শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেন চরিত্রে।

Advertisment

কিছুদিন আগেই স্টার জলসা-র একটি প্রোমো থেকে বোঝা গিয়েছিল যে এই ধারাবাহিকে এবার নতুন কোনও বড় চরিত্র আসতে চলেছে যিনি হয়ে উঠতে পারেন 'শ্রীময়ী'-র জীবনের বিশেষ কোনও মানুষ। কে হতে পারেন সেই অভিনেতা, সেই নিয়ে দর্শকের মধ্যে তুমুল জল্পনা ছিল।

আরও পড়ুন: দর্শক যেন বলে পুরনো মুখটা নতুন ভাবে ফিরে পেলাম: প্রিয়া

Advertisment

সদ্য প্রকাশিত স্টার জলসা-র প্রোমো অনুযায়ী, এই বিশেষ মানুষের চরিত্রেই আসছেন টোটা রায়চৌধুরী। অতি সম্প্রতি শেষ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-এর শুটিং। এবার টেলিপর্দায় বেশ কিছুদিন নিয়মিত তাঁকে দেখতে পাবেন দর্শক।

এর আগের প্রোমোটিতে জানা গিয়েছিল যে 'শ্রীময়ী'-র স্কুলের অনাথ শিশুদের সেকশনটির জন্য এক প্রবাসী বাঙালি নিয়মিত ডোনেশন পাঠান বিদেশ থেকে। এবার অন্তরাল থেকে সেই চরিত্রটিই আসতে চলেছে শ্রীময়ী-র সামনে কিন্তু শ্রীময়ী জানে না যে এই মানুষটি তাঁর পূর্ব পরিচিত। দেখে নিতে পারেন প্রোমোটি নীচের লিঙ্কে ক্লিক করে--

নিঃসন্দেহে টেলিপাড়ায় খুশির খবর যে এমন একটি চরিত্রে আবার ডেইলি সোপে ফিরলেন টোটা রায়চৌধুরী। প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে তিনি হাতে গোনা ধারাবাহিকে অভিনয় করেছেন। বাংলা ছবির গণ্ডি পেরিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন বলিউডে। এমন একজন অভিনেতাকে আবারও ধারাবাহিকে পেতে চলেছেন দর্শক, সেটাই আনন্দের বিষয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Serial Bengali Actor Bengali Television