Neel-Trina Divorce Rumour: চার বছরের চুক্তির মেয়াদ শেষ! বিবাহবিচ্ছেদের পথে নীল-তৃণা, মুখ খুললেন অভিনেত্রী

Neel-Trina Contract Marriage: নীল-তৃণার নাকি চার বছরের চুক্তির বিয়ে। সেই মেয়াদ শেষ হতেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে কী জানালেন ছোট পর্দার গুনগুন?

author-image
Kasturi Kundu
New Update
চার বছরের চুক্তির মেয়াদ শেষ! বিবাহবিচ্ছেদের পথে নীল-তৃণা

চার বছরের চুক্তির মেয়াদ শেষ! বিবাহবিচ্ছেদের পথে নীল-তৃণা

Neel-Trina: সালটা ছিল ২০২১। ধুমধাম করে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। স্টুডিওপাড়ার 'পাওয়ার কাপল' হিসেবেই পরিচিত। বিয়ে মিটতেই নীল-তৃণার ডিভোর্স নিয়ে চর্চা শুরু হয় টলিপাড়ায়। বিয়ের ছ'মাসের মধ্যেই তঁদের সম্পর্কের বাঁধন আলগা হওয়ার কানাঘুষো শোনা যায়। শুধু তাই নয় নবদম্পতি নাকি আলাদা থাকছেন।

Advertisment

 সেই সময় বিচ্ছেদের খবরে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তৃণা অবশ্য এটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন। তারপরই নীলের জন্মদিন সেলিব্রেশনে একসঙ্গে নজর কাড়েন দম্পতি। পুজোয় একসঙ্গে ছবি- ভিডিও-ও শেয়ার করেন।

সাময়িকভাবে বিষয়টা থিতিয়ে গেলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে সেই একই ঘটনার পুনরাবৃতি। নীল-তৃণার নাকি চার বছরের চুক্তির বিয়ে! আর সেই সময় শেষ হতেই তাঁরা বিচ্ছেদের পথে হঁটছেন।

টলিপাড়ার গুঞ্জন, কোনও এক মন্ত্রীর মেয়ের সঙ্গেও নাকি ঘনিষ্ঠতা বেড়েছে নীলের। পরকীয়ার কারণেই দাম্পত্যে চিড়! এই মুহূর্তে অমরসঙ্গী ধারাবাহিকে কাজ করছেন নীল আর  আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে তৃণার নতুন ধারাবাহিক 'পরশুরাম'। তারই শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। 

Advertisment

সেই সময়ই ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তৃণার সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রীর সাফ জবাব, 'এবারেরও গুজব রটানো হচ্ছে।' কাজের ব্যস্ততার মাঝে এই ধরনের ভুয়ো খবর নিয়ে আলোচনা করতে নারাজ তৃণা। তিনি বলেন, 'আমি কাজ করছি। এই ধরনের ভুয়ো খবর, বাজে বিষয় নিয়ে আর কোনও কথা বলার ইচ্ছে নেই। যদি কোনওদিন সত্যি হয় জানিয়ে দেব। ধন্যবাদ।' 

বারবার কেন টার্গেট নীল-তৃণা? এই প্রশ্নের উত্তরে শুধু বলেন, 'জানি না'। প্রসঙ্গত শিবরাত্রির দিনও বাঙালি বধূর সাজে নজর কাড়েন তৃণা। পরনে শাড়ি, হাতে শাঁখা-পলা আর সিঁথিতে সিঁদুর। পুজো দেওয়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ হয়ে যায় জুটির ভক্তদেরও।  

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Neel Bhattacharya Trina Saha Bengali serial TRP