Tripti Dimri : তৃপ্তি ম্যাজিকে ফিকে দীপিকা-আলিয়া-ঐশ্বর্য, সামান্থাকে টেক্কা দিয়ে জনপ্রিয় 'স্টার' নাগার নববধূ শোভিতা

Most Popular StarTripti Dimri : পর্দায় উষ্ণতার হাতছানি! একের পর এক সাহসী চরিত্রে সাবলীল অভিনয়। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতে জনপ্রিয় অভিনেত্রীর শিরোপা ছিনিয়ে নিলেন সকলের প্রিয় 'ভাবি ২' তৃপ্তি দিমরি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
তৃপ্তি ম্যাজিকে ফিকে দীপিকা-আলিয়া-ঐশ্বর্য

তৃপ্তি ম্যাজিকে ফিকে দীপিকা-আলিয়া-ঐশ্বর্য

Tripti Dimri Best Star : তৃপ্তি দিমরি, বলিউডে এখন তাঁর একচেটিয়া রাজত্ব চলছে বললে হয়ত খুব একটা ভুল হবে না। 'বুলবুল', 'কলা'-র মতো ছবিতে তৃপ্তির অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত। কিন্তু, অ্যানিমালে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে তৃপ্তি দিমরির সাহসী অভিনয় রাতারাতি 'স্টার' হয়ে যান তৃপ্তি। এরপর ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজে উত্তাল রোম্যান্সের পর জাতীয় ক্রাশ তকমা জুড়ে যায় তৃপ্তির নামের সঙ্গে। এবার অভিনেত্রীর মুকুটে জুড়ল আরও এক নয়া পালক। বলিউডের মস্তানি দীপিকা, আলিয়া, দক্ষিণী লেডি সুপারস্টার সামান্থাকে দশ গোল দিলেন অ্যানিমালের 'ভাবি ২'। আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতে জনপ্রিয় অভিনেত্রীর শিরোপা ছিনিয়ে নিলেন তৃপ্তি। 

Advertisment

প্রসঙ্গত, অ্যানিমাল মুক্তি পাওয়ার পর ভাবি ২ নামেই শোরগোল ফেলে দিয়েছিলেন তৃপ্তি। এই ছবির সাফল্যকে হাতিয়ার করেই এখন লম্বা রেসের ঘোড়া তৃপ্তি দিমরি। এই ছবিতেই যে তৃপ্তির ভাগ্যোদয় সে কথা অস্বীকার করার উপায় নেই। পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকার শীর্ষে থাকছে তাঁর নাম। হাই ভোলটেজ ছবির নায়িকার চরিত্রে একের পর এক কাজ করে চলেছেন। ভুলভুলাইয়া ৩, ধড়ক ২-এর মতো বিগ বাজেটের ছবির নায়িকা হয়েছেন তৃপ্তি। 

Advertisment

তৃপ্তির ম্যাজিকে যে দর্শক সম্পূর্ণ তৃপ্ত আরও একবার প্রমাণ করল আইএমডিবি -র তালিকা। শাহরুখ,ঐশ্বর্য, দীপিকা, আলিয়া, করিনার মতো বহু প্রথমসারির তারকাদের ঘোল খাইয়ে সেরার সেরা তৃপ্তি দিমরি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লেডি সিংহম দীপিকা পাডুকোন। এই বছরটি দীপিকার কাছেও খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে লেডি সিংহম তো অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাগাতার কল্কির শ্যুটিং। 

প্রেগন্যান্সিতে শ্যুটিং, সিনেমার প্রচার করে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন নিউলি মাম্মি দীপিকা পাডুকোন। তৃতীয় স্থান দখল করেছেন ঈসান খট্টর।দ্য পারফেক্ট কাপল সিরিজটি আন্তর্জাতিক স্তরে প্রশংসিত। জনপ্রিয়তার নিরিখে চতুর্থে বলিউডের বাদশা, শাহরুখ খান। পঞ্চমে নাগার নববধূ শোভিতা ধূলিপালা। ষষ্ঠ ও সপ্তম স্থানের অধিকারী শর্বরী ও বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। দক্ষিণী সুন্দরী সামান্থা রয়েছেন অষ্টম স্থানে। নবম ও দশমে যথাক্রমে আলিয়া-প্রভাস। 

আরও পড়ুন: শোভিতার সঙ্গে নতুন শুরু নাগার, সেলিব্রেশন মুডে প্রাক্তন স্ত্রী সামান্থা!

 

IMDb bollywood actress Samantha Ruth Prabhu Tripti Dimri