শিজান এবং তুনিশা শর্মাকে নিয়ে চর্চা তুঙ্গে। মাত্র ২০ বছর বয়সে একজন প্রাণোচ্ছল মানুষের হঠাৎ চলে যাওয়ার বিষয়টা যেন একেবারেই মেনে নিতে পারছেন না কেউ। তুনিশার মায়ের অভিযোগে শিজানকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রেমে ধোঁকা খাওয়ার পরেই এই কাজ করতে বাধ্য হয়েছেন তুনিশা।
Advertisment
শিজান এবং তাঁর পরিবারের সকলেই এই ঘটনায় ভেঙে পড়েছেন। অভিনেতার মা জানিয়েছিলেন, সবকিছুই পুলিশ এবং কোর্টের রায়ের ওপর ভিত্তি করে হবে তাই সত্যি সামনে আসতে অনেকটা সময় লাগবে। দুই পরিবারের সকলেরই যে একপ্রকার প্রাইভেসি দরকার সেই নিয়েও জানিয়েছিলেন অভিনেতার দিদি ফলক নাজ। এবার, এই দুজনের সম্পর্ক এবং শিজানকে উদ্দেশ্য করেই নিজের মতামত দিলেন উরফি জাভেদ।
তুনিশার মৃত্যুতে দায়ী শিজান! আঙুল তুলছেন অনেকেই। তবে, এবার উরফি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "আমার যা বক্তব্য তুনিশাকে নিয়ে। হ্যাঁ, শিজান হয়তো ভুল। হয়তো ও প্রতারণা করেছে কিন্তু তাই বলে আমরা ওকে তুনিশার মৃত্যুর জন্য দায়ী করতে পারি না। তুমি কোনোভাবেই কাউকে তোমার সঙ্গে থাকতে বাধ্য করতে পারো না যে তোমার সঙ্গে থাকতে চায় না। কিন্তু, কারওর জন্য নিজের জীবন দিয়ে দেওয়াও একদম ঠিক নয়। কিছুসময় মনে হয় সবকিছু শেষ হয়ে গেল কিন্তু আমার কাছে সেটা শেষ না। যারা তোমায় ভালবাসেন তাঁদের নিয়ে ভাবো"।
শিজানের দিকে আঙুল ওঠার পর থেকেই অনেকে তুনিশাকে নিয়েও মন্তব্য করছেন। এত সহজে লড়াই না করে হেরে যাওয়ার ভাবনা চিন্তা এটুকু মেয়ের মধ্যে কীভাবে এল, এও ভেবে পাচ্ছেন না অনেকে। উরফির কথায়, "নিজেই নিজের হিরো হয়ে ওঠো। নিজেকে সময় দাও। আত্মহত্যা করার পরেও রেহাই নেই, যারা থেকে যায় তাঁদের খুব কষ্ট হয়। তুনিশার পরিবারের ক্ষেত্রেও একই ঘটনার শিকার হচ্ছেন সকলে"।
শিজানের বিরুদ্ধে শুধু অভিনেত্রীকে প্রতারণা করার অভিযোগ নয়, বরং তুনিশার পরিবারের কথায়, বিয়ে করার কথা দিয়েও সেই কথা তিনি রাখেন নি। অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এদিকে, তুনিশার নিথর দেহকে দেখতে পৌঁছেছিলেন অভিনেতার বোনেরা। সেখানেই হাউমাউ করে কেঁদে ফেলেন তাঁরা। আলিবাবা - দস্তন এ কবুল এর সেটেই আত্মহত্যা করেন তুনিশা।