/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
না ফেরার দেশে শিল্পী...
রেডিও, মঞ্চ ও টিভি নাটকের জনপ্রিয় মুখ ইশরাত আব্বাস খলিল হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার পেশোয়ারের কাছে তাঁর পৈতৃক গ্রাম চামাকানি শরীফে মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৫০ সালে চামাকানিতে জন্ম নেওয়া খলিল প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় বিদ্যালয়ে। পরে পেশোয়ার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে উর্দু সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সুপারিনটেনডেন্ট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১০ সালে অবসর গ্রহণ করেন।
খুব অল্প বয়সেই, মাত্র আট বছর বয়সে, রেডিও পাকিস্তান পেশোয়ারে শিশু শিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে তিনি রেডিও, মঞ্চ ও টেলিভিশনে সক্রিয় ছিলেন। পশতু, হিন্দকো ও উর্দু মিলিয়ে প্রায় ৮০০ নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু পুরস্কার ও সম্মাননা পান, যার মধ্যে অন্যতম হলো রাষ্ট্রপতির প্রাইড অফ পারফরম্যান্স অ্যাওয়ার্ড।
পাকিস্তান টেলিভিশনের স্বর্ণযুগে খলিল ছিলেন এক বহুমুখী প্রতিভাধর অভিনেতা, যিনি প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয়। রেডিও, লাইভ থিয়েটার এবং টিভি নাটকে তাঁর সহজাত অভিনয়শৈলী ও স্বাভাবিক অভিব্যক্তি তাঁকে আলাদা করে তুলেছিল। তাঁর মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us