লকডাউনে মধ্যেই ফের মৃত্যুর পথ বেছে নিলেন আরও এক টেলিভিশন অভিনেত্রী। সোমবার, ইন্দোরে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেত্রী প্রেক্ষা মেহতা। বয়স ছিল মাত্র ২৫ বছর।
মধ্যপ্রদেশে থিয়েটারে কাজ করার পর, ২০১৮ সালে মুম্বই পাড়ি দেন প্রেক্ষা। 'ক্রাইম পেট্রোল', 'লাল ইশক', 'মেরি দুর্গা'-র মতো বেশ কিছু শোতেও কাজ করছিলেন তিনি। অক্ষয় কুমারের ছবি 'প্যাডম্যান'-এও অভিনয় করেছিলেন প্রেক্ষা।কিন্তু শেষরক্ষা হল না।
আরও পড়ুন, ‘পাতাল লোক’-এর দ্বিতীয় সিজন? কী বলছেন অনুষ্কা
মৃত্যুর বেশ কিছু ঘন্টা আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি বেদনাদায়ক পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ''সবথেকে খারাপ স্বপ্নের মৃত্যু হওয়া।''
প্রসঙ্গত, কিছুদিন আগেই ১৫ মে মনমীত গ্রেওয়াল আত্মহত্যা করেন। লকডাউনে অর্থনৈতিক অবস্থার অবনিত ঘটাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর পারিবারিক বন্ধু-প্রযোজক মনজিত সিং রাজপুত সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ''বড়সড় আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এমনকী হতাশাও গ্রাস করেছিল তাঁকে। এতটাই সঙ্কটজনক অবস্থা ছিল যে নিজের লোনও মেটাতে ব্যর্থ ছিলেন। মনমীতের আত্মহত্যায় শোকাহত তাঁর স্ত্রী।''
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন