TV Actor Divorce: ১৬ বছরের সংসার ভাঙায় একটুও দুঃখ নেই? মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা....

কিছুদিন আগেই অভিনেত্রী লতা সব্রেওয়াল সমাজ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এবং এবার তাঁর স্বামী এই নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা সঞ্জীব শেঠির সঙ্গে প্রায় ১৬ বছরের দাম্পত্য কাটিয়েছেন লতা..

কিছুদিন আগেই অভিনেত্রী লতা সব্রেওয়াল সমাজ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এবং এবার তাঁর স্বামী এই নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা সঞ্জীব শেঠির সঙ্গে প্রায় ১৬ বছরের দাম্পত্য কাটিয়েছেন লতা..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bollywood couple lata sabharwal and sanjeev sheth divorce news

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা...

ইন্ডাস্ট্রিতে যেমন বিয়ে হচ্ছে ঠিক তেমনই বিচ্ছেদ হচ্ছে চূড়ান্ত মাত্রায়!বহু বছরের সংসার ভাঙছে তারকা দম্পতিদের। কিছুদিন আগেই অভিনেত্রী লতা সব্রেওয়াল সমাজ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এবং এবার তাঁর স্বামী এই নিয়ে মুখ খুলেছেন। অভিনেতা সঞ্জীব শেঠির সঙ্গে প্রায় ১৬ বছরের দাম্পত্য কাটিয়েছেন লতা। তাঁদের একটি পুত্র সন্তান আছে। কিন্তু, এই বিচ্ছেদ কি তাঁকে চূড়ান্ত প্রভাবিত করল? নাকি সহজেই মুভ অন করতে পারলেন তিনি? 

Advertisment

সঞ্জীব একজন ফুড ভ্লগার হিসেবেও এখন দারুণ জনপ্রিয়। অভিনয় জীবনের পরে, এখন এই পেশাকেও বেছে নিয়েছেন। তাই, সমাজ মাধ্যমে তিনি দারুণ সক্রিয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে যখন জিজ্ঞেস করা হল তিনি বেশ সাবলীল ভাবেই উত্তর দিলেন। অভিনেতাকে বলতে শোনা গেল, সবসময় খারাপ ভাবনা চিন্তা নিয়ে বসে থাকলেই তো হল না। তিনি আরও বলছেন.. 

Bollywood Couple Divorce: ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি! সংসার ভেঙে চ…

Advertisment

"যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু আমি এটা নিয়ে দুঃখ ও কান্না চেপে রাখতে পারি না। জীবন চলতেই থাকে, এগিয়ে যেতে হয়। আমি এখন আমার কাজে মনোনিবেশ করছি।" বিচ্ছেদকে বেশ ভালভাবেই আলিঙ্গন করেছেন তিনি। তাঁর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কেও জানিয়েছেন তিনি। সোজাসুজি বললেন, এখন কীসে মন দিতে চান। অভিনেতার কথায়, 

"এখন আমি আমার সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই এবং আমার সামনের জীবনের দিকে মনোনিবেশ করতে চাই।" কেবল লতার সঙ্গে নয়, বরং এর আগে রেশমিকে বিয়ে করেছিলেন তিনি। সেখানেও তাঁর দুটি সন্তান রয়েছে।" 

লতা কী বলেছিলেন? 

অভিনেত্রী লিখেছিলেন, ঘোষণা করছি যে আমি লতা সাবেরওয়াল, আমার স্বামী সঞ্জীব শেঠের থেকে আলাদা হয়ে গিয়েছি। তাঁর জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকবে অবশ্যই। তার থেকে আমি আমার জীবনের সবথেকে সুন্দর উপহার আমার ছেলেকে পেয়েছি। আসন্ন জীবনের জন্য তাকে অনেক শুভেচ্ছা জানালাম।" প্রাক্তন স্বামীর মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে, দীর্ঘদিনের নিরবতাও ভেঙ্গেছিলেন তিনি। 

Entertainment News bollywood actress Entertainment News Today Bollywood Actor