Bengali TV Actors: একটা বউ নিয়েই কান্ড কারখানা কতরকমের, তারপর যদি সামনে চলে আসে আরও এক বউ তবে? দুই বউয়ের সামনে পড়ে অভিনেতার সাংঘাতিক অবস্থা! চিরেচ্যাপটা পরিস্থিতিতেও হেসে লুটোপুটি খেলেন অভিনেতা, বিন্দুমাত্র ভয়ডর নেই। এদিকে, ভিডিও করলেন ভাই। অভিনেতার এই কান্ড ভাইরাল সমাজ মাধ্যমে।
টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় এই অভিনেতা একেই তাঁর দুই কাছের মানুষের মধ্যে এখন ভাগাভাগি করতে ব্যস্ত। স্ত্রী না প্রেমিকা কাকে বেছে নেবেন, সেই নিয়েও বেশ দোলাচলে রয়েছেন। তাঁর মধ্যে যদি আবার আসল বৌ এসে হাজির হয়, তাহলে হাসি বেরোয় কোথা দিয়ে? কিন্তু, যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল তাতে দেখা যাচ্ছে তাঁর আনন্দের শেষ নেই। এদিকে, আসল বউকে দেখে আরেক বউ পালিয়ে যেতে পারলে বাঁচতেন। কিন্তু না, তাঁকে টেনে টেনে না নিয়ে এসে তো শান্তি নেই। আর সেটাই হল। বরং যে ভিডিও করছে তাঁকে আবার এও বলতে শোনা গেল, "কে এসেছে দেখো? ওর সামনাসামনি আসো।"
Bengali Actress: ফিরতে ইচ্ছে করত না শশুরবাড়িতে, প্রেগন্যান্সির ৪ মাসেই…
এবং এই ঘটনা ঘটেছে টলিউডের এক ফ্লোরেই। যেখানে আসল বউয়ের সঙ্গে দেখা করাতে আরেক বউয়ের ডাক পড়ল, এবং তাঁর সামনেই বরকে শয়তান ছেলে বলে ডাকল সেই অভিনেত্রী। আসলে কী ঘটেছে? ঘটনা ঘটেছে পরিনিতা ( Parineeta Serial ) ধারাবাহিকের সেটে। এই সিরিয়াল এখন বেঙ্গল টপার। এবং সেই সিরিয়াল নিয়ে আলোচনা কম নেই। রায়ান এবং পারুল জুটি দারুণ কামাল করছে। উদয় প্রতাপ ( Uday Pratap ) এবং ঈশানি নিজেদের চরিত্রে দারুণ ডেলিভারি করছেন। তবে, সেইদিন অভিনেতা রিয়াজ লস্করের ক্যামেরায় ধরা পড়ল এক হাসির দৃশ্য। উদয়ের স্ত্রী অনামিকা এসেছিলেন ফ্লোরে। আর সেখানেই মজা করে ঈশানির সঙ্গে ঠাট্টা তামাশা চালান রিয়াজ এবং উদয়। এবং ডেকে ডেকে ঈশানিকে মাঝখানে ফেলে দেওয়ার মতো হয়।
উদয়, যিনি বাস্তব জীবনে খুব হাসি ঠাট্টা করতে ভালবাসেন, তাঁকে বলতে শোনা গেল, ওদের দুজনকে ডেকে নে, আমি মাঝখানে থাকি। এখানেই শেষ না। বরং, অনামিকাকে ( Anamika Chakraborty ) যখন প্রশ্ন করা হল রায়ান এবং পারুলের ঝগড়া নিয়ে, সোজাসাপ্টা অভিনেত্রী বলে বসেন, "আমি সবসময় দেখি ওরা ঝগড়া করছে। বলি তো, খুব শয়তান ছেলে। কী জ্বালায় বেচারা মেয়েটাকে।" এদিকে অনামিকার এই কথা শুনে উদয়ের হাসি থামছে না। তিনি আনন্দ করতে ব্যস্ত।
প্রসঙ্গে, একদম কাছের মানুষদের উপস্থিতিতে অনামিকা এবং উদয় বিয়ে করেন। তাঁদের বিয়ে ছিল দেখার মত। অনামিকা নানা ধারাবাহিক এবং ওয়েব সিরিজের কারণেই বিখ্যাত। অন্যদিকে উদয়ের পরীনিতা এখন সকলের বেশ পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে।