Koneenica Banerjee lost her baby: মানুষ সে কোনও বড় তারকা হোক কিংবা যেকোনো পেশার সঙ্গে যুক্ত কেউ, তাঁর ব্যক্তিগত জীবন যখন দোলাচলে, তখন যেন কোনকিছুই সঙ্গ দেয় না। সন্তানের মা হতে গিয়ে যেরকম এক সমস্যার মুখোমুখি হবেন, অভিনেত্রী একবারও কল্পনা করতে পেরেছিলেন? দীর্ঘ সময়, অভিনয় জীবন থেকে দূরে ছিলেন তিনি। কেউ কেউ ভেবেছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় হয়তো আর অভিনয় ( Tollywood Actress ) ফিরবেনই না। কিন্তু তার জীবনের উপর যে, এত ঝড় বয়ে গেছে, তিনি নিজে মুখ না করলে কেউ জানতেই পারতেন না।
বহুদিন পর অন্দরমহল সিরিয়াল দিয়ে তিনি ফিরে এসেছিলেন। নতুন এক কনীকে উপহার পেয়েছিলেন দর্শকরা। কিন্তু তার আগে তার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সে কথা এতদিন অজানাই ছিল। কি হয়েছিল তার সঙ্গে? অভিনেত্রী সম্প্রীতি এক সাক্ষাৎকারে এসে বলেন, গর্ভের সন্তানকে মুছে ফেলতে হয়েছে তাকে। কিন্তু কারণ কি? সেই সময় তার মানসিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, কোন কিছুই যেন ভাবতে পারছিলেন না! এর আগে রানী মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে গর্ভেই তাঁর দ্বিতীয় সন্তানকে হারান তিনি।
Youtuber Death: জন্মদিনের ২ দিন আগেই সব শেষ, রহস্যমৃত্যু বছর ২৪-র ইউট…
কনীনিকার সঙ্গেও একই ঘটনা ঘটে। অভিনেত্রী বলেন, "প্রেগনেন্সির চার মাস যখন, তখন আমি আমার সন্তানকে হারাই। এবং আমি তখন একটা অসম্ভব শকে চলে গিয়েছিলাম। পাতি বাংলা ভাষায় আমি ঘেঁটে গিয়েছিলাম। আমার মাথা কাজ করত না যে আমি কি করবো। তখন আমার কিছুই ভালো লাগছেনা। ফিরতেও ইচ্ছে করত না শ্বশুরবাড়িতে। আমার মিজেলস হয়েছিল। সেই কারণে আমি তখন বাচ্চাটাকে রাখতে পারিনি। না চাইতেও বাচ্চাটাকে মুভহে ফেলতে হয়। এবং তখন আমি ঈশ্বরের কাছে এবং প্রকৃতির কাছে প্রার্থনা করতাম যেন আমি একটা হলেও কাজ পাই। আমার তখন বাড়িতে বসে থাকার মত অবস্থা ছিল না।"
Tv Actors-Tollywood: দুই বউ একে অপরের মুখোমুখি, টলিপাড়ার বুকে হইহই কান্ড! 'চিড়েচ্যাপ্টা' অভিনেতা স্বামী যা করলেন...
অভিনেত্রী, এক আকাশের নিচে ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। তারপরে আর বহুদিন পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু, মাঝপথে তিনি অনেকটাই ব্রেক নিয়ে নেন। কারন তার আর ভাল লাগছিলনা ইনস্টিতে বসে থাকতে। একঘেয়েমিতা ধরেছিল অভিনেত্রী কে। তিনি এর পরে আরও বলেন, আমার কাছে এরপরই অন্দরমহলের সুযোগ আসে। এবং আমি তখন এই গল্পটাই বুঝতে পারি এটাই তো আমার জীবন। শুরুতে আমায় একটা অন্য গল্প শোনানো হয়েছিল, যত দিন পার হতে লাগল আমার মনে হল এই গল্পটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে।"