Prisha Dhatwalia Injured: শুটিং সেটে সেলিব্রিটিদের আহত বা চোট লাগার ঘটনা প্রায়ই উঠে আসে পেজ ৩-এর খবরে। ৯ জুলাই মঙ্গলবার শুটিংয়ের সময় পায়ে চোট পান জনপ্রিয় টেলি অভিনেত্রী Prisha Dhatwalia। প্রতিদিনের মতো সেদিনও সিরিয়ালের শুটিং করছিলেন। চোট লাগার পর বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু, যখন যন্ত্রণা শুরু হয়েছে তখন বুঝতে পেরেছেন, চোট বেশ গুরুতর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে তোয়াক্কা না না করলেও ব্যথা শুরুর পর বুঝেছেন জোরেই আঘাত লেগেছে। চোট সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'সন্ধ্যাবেলা আমি শটের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু, যখন উঠে দাড়িয়ে হাঁটতে যাব তখন ডান পায়ে ব্যথা অনুভব করি।'
সহ অভিনেতা অক্ষিতা তিওয়ারিকে সঙ্গে সঙ্গে ডাকেন। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। Prisha Dhatwalia বলেন, 'আমি ভাব তে পারিনি সামান্য আঘাত এত বড় আকার ধারণ করবে।' অভিনেত্রী ভেবেছিলেন প্রাথমিক চিকিৎসার পরই সব ঠিক হয়ে যাবে। তিনি জানান, 'আমি ঠান্ডা-গরম শেক নেওয়ার পরও যন্ত্রণা কমেনি।তাই আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তখন চিকিৎসক বলেন, আঘাত বেশ গুরুতর পায়ের হাড় ফুলে গিয়েছে। যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না।'
আরও পড়ুন কিং-র শুটিং সেটে মারাত্মক বিপত্তি, স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট শাহরুখের সহ অভিনেতা রাঘবের
এক্স রে রিপোর্ট দেখে চিকিৎসক তাঁকে পায়ে প্লাস্টারের পরামর্শ দেন। যদি ১০ দিনের মধ্যে ব্যাথা না কমে তাহলে এমআরআই করতে হবে। কারণ লিগামেন্টে ফ্র্যাকচারের সম্ভবনা রয়েছে। মুম্বইয়ে যেহেতু তিনি একাই থাকেন তাই এই পরিস্থিতিটা Prisha Dhatwalia-এর কাছে একটু চ্যালেঞ্জিং। পরিবারকে ছাড়া কঠিন সময়ে একাকী জীবনযাপন নিয়ে একটু চিন্তিত। তবে সতীর্থদের ভরসায় আগামীতে কোনও অসুবিধা হবে না বলেই আশাবাদী অভিনেত্রী।
/indian-express-bangla/media/post_attachments/92303db0-76a.jpg)
তাঁর মতে, 'এইরকম ঘটনা তো যে কারও সঙ্গেই ঘটতে পারত।' চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, ঘটনার ৩০ মিনিট অর্থাঘ আধ ঘণ্টা পরই সেটে ফেরেন Prisha Dhatwalia। অভিনেত্রীর বক্তব্য, তিনি যেহেতু বেশিক্ষণ দাড়াতে পারবেন না তাই প্রতিটি শটের সময় পাশে একটি টেবিল রেখে দেবেন। সিরিয়ালের প্রতিটি দৃশ্যে তিনি রয়েছেন। তাই মাঝপথে ছেড়ে যাওয়াটা পেশাদার অভিনেত্রী হিসেবে সঠিক সিদ্ধান্ত মনে হয়নি। তাই কঠিন হলেও Prisha Dhatwalia-এর মতে, শো মাস্ট গো অন।
আরও পড়ুন চোখ ফুলে মারাত্মক অবস্থা! মাথা-হাত কেটে রক্তারক্তি কাণ্ড, গুরুতর আহত জনপ্রিয় অভিনেতা