Actor Health Update: হিন্দি কমেডি শোয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় 'তারক মেহতা কা উলটা চশমা'। এই ধারাবাহিকে টাপ্পুর চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন Raj Anadkat। এই মুহূর্তে টাপ্পুর পরিবর্তে এসেছে অন্য মুখ। United State of Gujarat-এ অভিনয় করছেন তারক মেহতার টাপ্পু। সম্প্রতি ক্যামেরার পিছনের কিছু দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রাজ। মাথা, হাতে আঘাত তো পেয়েইছেন। বাদ যায়নি চোখও। ১০ এপ্রিল শুক্রবার রাজের চেহারার এই মারাত্মক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।
ইনস্টাগ্রাম পেজে একাধিক শটের ছবি ও ভিডিও পোস্ট করেছেন তারক মেহতা খ্যাত এই অভিনেতা। প্রথম ছবিতেই রয়েছে আঘাতের জেরে চোখ ফুলে ঢোল। ব্যান্ডেজ বাঁধা হাত ও মাথার ছবি পোস্ট করে Raj Anadkat লিখেছেন, 'শুটিংয়ের শট দেওয়ার মুহূর্ত থেকে বাস্তব ছবি। জীবনজুড়ে এখন যেন শুধুই অ্যাকশন'।
আরও পড়ুন: 'সস্তার লাইক-শেয়ারের লোভে...', কার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন মিমি?
সোশ্যাল মিডিয়ায় রাজের আহত হওয়ার ছবি তুমুল ভাইরাল। অভিনেতার ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সিরিয়াল হোক বা সিনেমা, তারকাদের আঘাত পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অনেকসময় তো মারাত্মক চোটের কারণে হাসপাতালে পর্যন্ত ছুটতে হয়। তাই তারক মেহতা খ্যাত টাপ্পুর চোট নিয়েও চিন্তিত অনুগামীরা। তাঁর হেলথ আপডেটের অপেক্ষায় ফ্যানেরা।
সাম্প্রতিত অতীতে তারকা মেহতা থেকে বেরিয়ে আসার কারণ খোলসা করেছেন টাপ্পু। তিনি বলেছিলেন, 'দীর্ঘ পাঁচ বছর এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছি। ১০০০ এপিসোডে কাজ করেছি। এই জার্নিটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভিন্নস্বাদের চরিত্রে কাজ করতে চাই। এই শো ছাড়ার সিদ্ধান্ত যে নিতে পেরেছি সেটার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আসলে জীবনে এমন কিছু সিদ্ধান্ত অনেক সময় নিতে হয়। এটা আমাদের জীবনের অংশ।' ২০২৪-এর ১৫ জুলাই থেকে COLORS Gujarati-তে রাজের বর্তমান শো United States of Gujarat সম্প্রচারিত হচ্ছে। জিও হটস্টারেও দেখা যায় এই শো।
আরও পড়ুন: 'অস্ত্রোপচারের আগে কাল হো না হো-র মতো...', তাহিরার মন হালকা করতে কী করেছিলেন চিকিৎসকরা?