মে দিবসে অনলাইনে মুক্তি পেল বিশেষ মিউজিক ভিডিও 'লড়ে যাও'। এই মুহূর্তে সারা দেশ জুড়ে যখন সাধারণ নাগরিকরা রয়েছেন গৃহবন্দি তখন চিকিৎসাকর্মী, পুলিশ, পুরকর্মীরা ক্রমাগত লড়ে যাচ্ছেন পরিস্থিতি মোকাবিলায়। ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত প্রত্যেকজন কিন্তু ঝুঁকি নিয়েই প্রতিদিন কাজে বেরোচ্ছেন। তাঁদের সবাইকে লড়াকু শুভেচ্ছা জানাল বাংলা বিনোদন জগৎ টিভিওয়ালা মিডিয়া মিউজিক স্টেশন প্রযোজিত মিউজিক ভিডিও 'লড়ে যাও'-এর মাধ্যমে।
এই ভিডিওটি সম্পূর্ণ ভাবে লকডাউনে থেকেই তৈরি। টলি ও টেলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করে করোনা যোদ্ধাদের লড়াইকে সম্মান জানিয়েছেন। রয়েছেন সৌরসেনী মিত্র, নীল ভট্টাচার্য, রিজওয়ান রব্বানি শেখ, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, জয়ী দেবরায়, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ বাংলা ছবি, ছোটপর্দা ও ওয়েব মাধ্যমের ৩৬ জন অভিনেতা-অভিনেত্রী।
আরও পড়ুন: ‘যাও অন্ধকার এসো আলো’, স্টার জলসা-র নতুন গানে তারকারা
ইতালিয়ান প্রতিবাদী গান 'বেলা চাও' সম্প্রতি ব্যবহৃত হয়েছে নেটফ্লিক্স সিরিজ 'মানি হেইস্ট'-এ। সেই গানটিই নতুন করে অ্যারেঞ্জ করেছেন সঙ্গীত পরিচালক অম্লান চক্রবর্তী। বাংলায় লিরিকস লিখেছেন আকাশ চক্রবর্তী ও গানটি দ্বৈতভাবে গেয়েছেন শুভঙ্কর দে ও অমৃতা। আর সম্পূর্ণ ভিডিওটি পরিচালনা ও এডিট করেছেন শুভ ভট্টাচার্য। শুনে নিতে পারেন গানটি নীচের ভিডিওতে ক্লিক করি--
খুবই মনোজ্ঞ উপস্থাপনা এই গানের। ভিডিওতে রয়েছে কিছু প্রয়োজনীয় কথা যা শক্তি চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথের কবিতার অনুপ্রেরণায় লিখেছেন প্রশান্ত দত্ত। ভিডিওর গ্রাফিক্সের কাজও বেশ ভাল। মে দিবসেই মুক্তি পেল ভিডিওটি সোশাল মিডিয়ায় যা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন