Mahabharat - Arjun: মহাভারতের ২ অর্জুন, দুজনের মধ্যে এই একটাই মিল, দেখুন তো জানেন কিনা?

সেই মহাভারতের প্রতিটা চরিত্রের মধ্যে সবথেকে আইকনিক হল, শ্রী কৃষ্ণ অর্থাৎ নীতিশ ভরদ্বাজ। দ্বিতীয়বার স্টার প্লাসে হয় সেই সিরিয়াল। সেখানে সৌরভ জৈন ছিলেন কৃষ্ণের ভূমিকায়। শ্রীকৃষ্ণ ছাড়া মহাভারত সম্ভব না।

সেই মহাভারতের প্রতিটা চরিত্রের মধ্যে সবথেকে আইকনিক হল, শ্রী কৃষ্ণ অর্থাৎ নীতিশ ভরদ্বাজ। দ্বিতীয়বার স্টার প্লাসে হয় সেই সিরিয়াল। সেখানে সৌরভ জৈন ছিলেন কৃষ্ণের ভূমিকায়। শ্রীকৃষ্ণ ছাড়া মহাভারত সম্ভব না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arjun mahabharat, Mahabharat, mahabharat arjun, arjun shaheer sheikh, arjun and Krishna, mahabharat arjun, মহাভারত, অর্জুন, টিভি শো মহাভারত, শাহির শেখ, শাহির শেখ

মহাভারতের দুই অর্জুনের মধ্যে যা মিল আছে...

ভারতবর্ষ এমন এক দেশ, যেখানে  সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করে। একে অপরের উৎসব অনুষ্ঠানে সামিল হয়। এই ভারতের বুকে বিনো দুনিয়ার থেকে বড় সেরকম উদাহরণ আর কিছুই নেই। এই ইন্ডাস্ট্রিতে ইউসুফ খান, দিলীপ কুমার হয়ে গিয়েছিলেন। এই ভারতের বুকে শাহরুখ খানের জনপ্রিয়তা সাংঘাতিক। এবং, বেশিরভাগ সময় তাঁকে হিন্দু চরিত্রে দেখা গিয়েছে। এবং, ভারতের অন্যতম জনপ্রিয় শো মহাভারত - দুবার টেলিভিশনের পর্দায় সেই শো দেখা গিয়েছে।

Advertisment

মহাভারত মানেই ডিটেইলিং। বি আর চোপড়া প্রথম মহাভারত টেলিভিশনের পর্দায় তৈরি করেন। তখন, দূরদর্শনে সম্প্রচারিত হত সেই শো। এই শো নিয়ে বহুবছর যেমন প্ল্যানিং হয়েছিল, ঠিক তেমনই এই শো নিয়ে রবি চোপড়া এবং বি আর চোপড়া মারাত্মক কিছু পদক্ষেপ নিয়েছিলেন। মহাভারতের প্রতিটা চরিত্র - ভেবে চিন্তে বেছে নিয়েছিলেন তাঁরা। এমনকি, সৈনিকের চরিত্রে যারা ছিল তারাও নাকি অডিশন দিয়েছিলেন। এবং সেই মহাভারতের প্রতিটা চরিত্রের মধ্যে সবথেকে আইকনিক হল, শ্রী কৃষ্ণ অর্থাৎ নীতিশ ভরদ্বাজ। দ্বিতীয়বার স্টার প্লাসে হয় সেই সিরিয়াল। সেখানে সৌরভ জৈন ছিলেন কৃষ্ণের ভূমিকায়। শ্রীকৃষ্ণ ছাড়া মহাভারত সম্ভব না। কিন্তু, আরও একজনকে ছাড়া মহাভারত অসম্ভব। তিনি অর্জুন...

Actress Death: মাত্র ২৭-শে সব শেষ, মৃত্যুর আগে একটাই কথা বিড়বিড় করছি…

যার রণনীতি ছিল দেখার মত। অর্জুন মাছের চোখকে তাক করেই বাণ চালাতেন। অর্জুন এমন এক চরিত্র যাকে নিজের পার্থ অর্থাৎ বন্ধু আখ্যা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। অর্জুন চরিত্র যেমন এক প্রেমিকের, তেমন এক স্বামীর তেমন এক পুত্রের ঠিক ততটাই এক যোদ্ধার। আর যে দুবার মহাভারত তৈরি করা হয়েছে টেলিভিশনে, ঠিক ততবার একটা বিষয় নজরে রাখতেই হয়।

Advertisment

প্রথমবার, যখন মহাভারত তৈরি হয়, তখন সেই সিরিয়ালে অর্জুনের ভূমিকায় অভিনয় করেছিলেন ফিরোজ খান। ফিরোজ, একবার কপিল শর্মার শোয়ে এসে জানিয়েছিলেন এই চরিত্র প্রসঙ্গে। ফিরোজ খান নামে তখন এক বলিউড অভিনেতা দারুণ জনপ্রিয়। তাই, অনেকেই সেই অভিনেতাকে ভুল ভাবতেন। বি আর চোপড়ার মহাভারতে যখন তিনি সুযোগ পেলেন অর্জুন চরিত্রে, তখন চোপড়া সাহেব নিজে থেকেই তাঁর নাম পাল্টে দিলেন অর্জুন বলে। অভিনেতার কথায়, এরপর থেকে তাঁর মাও তাঁকে অর্জুন হিসেবে ডাকতেন। ফিরোজ ইসলাম ধর্মাবলম্বী হলেও অর্জুনের ভূমিকায় সুযোগ পেয়েছিলেন শুধু না, বরং পারফেক্ট ছিলেন।

WAR 2 Teaser: 'ওয়েলকাম টু হেল..', 'ওয়ার ২'-র টিজারে হৃতিক বনাম NTR…

পরবর্তীতে, স্টার প্লাসে যখন মহাভারত হয়, তখন সেই সিরিয়ালে অর্জুনের ভূমিকায় দেখা যায় টেলিভিশনের অন্যতম জনরোইট অভিনেতা শাহির শেখকে। তিনি যেন সেই চরিত্রে সবথেকে ভাল পারফরমেন্স ডেলিভারি করেছিলেন। শাহির যে অর্জুন হিসেবে দারুণ পারফেক্ট, একথা অস্বীকার করার নয়। বিশেষ করে যেভাবে সংস্কৃত উচ্চারণ করেছিলেন, এই প্রজন্মের কাছে তিনি সবসময় অর্জুন হিসেবে আইকনিক হয়ে থাকবেন।

entertainment Entertainment News Entertainment News Today